উৎসবের রঙে উর্বশী ফেজ-২, ঘরোয়া আবহে আনন্দধারার সর্বজনীন দুর্গাপুজো

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের বেঙ্গল অম্বুজা উপনগরীতে উর্বশী ফেজ-২ এলাকায় দুর্গাপুর আনন্দধারা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ২০১১ সাল থেকে পুজো হচ্ছে। ঘরোয়া সর্বজনীন পুজো। সোসাইটির প্রায় ৯০ টি পরিবার পুজোয় যোগ দেন। অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ৪০০ জন। অষ্টমী ও দশমীর দিন কমিউনিটি লাঞ্চ হয়। রীতি ও নিয়ম মেনে পুজো হয়। একই সঙ্গে চলতে থাকে নির্ভেজাল আড্ডা, সাংস্কৃতিক আদানপ্রদান, তর্ক বিতর্ক।
সোসাইটির বর্তমান সম্পাদক বিনায়ক বন্দ্যোপাধ্যায় জানান, সবাই মিলে একসাথে পুজোর আয়োজন করেন। পুজোর দিনগুলিতে সন্ধ্যায় নানা অনুষ্ঠান পরিবেশিত হয়। তিনি বলেন, “সবার সম্মিলিতি প্রচেষ্টায় সাফল্যের সঙ্গে গত ১৫ বছর ধরে পুজো আসছে। পুজোর দিনগুলিতে সারা পাড়া ভিড় করে থাকে মণ্ডপে। কার্যত মিলন মেলার রূপ নেয় মণ্ডপ চত্বর। সবাই মিলে হৈ হৈ ব্যাপার!”
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
উদ্যোক্তারা জানিয়েছেন, দলাদলি, বিভেদ ভুলে সবাই পুজোর দিনগুলিতে আনন্দে মেতে ওঠেন। প্রবীণেরা সবাই পুজোয় যোগ দেন। তবে নতুন প্রজন্ম সেভাবে এগিয়ে না এলে পুজোর ধারাবাহিকতা বজায় রাখা অসম্ভব হয়ে পড়বে বলে জানিয়েছেন তাঁরা। স্থানীয় বাসিন্দা মধুমিতা মিত্র বলেন, “আমি ২০১৩ সাল থেকে এই পুজোর সঙ্গে যুক্ত। পুজোর সময় আমরা বাইরে কোথাও যাওয়ার কথা ভাবতেই পারি না।” তিনি জানান, পুজোর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করতে হবে বলে ঘরে ঘরে রিহার্সাল চলছে গত এক মাস ধরে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
