
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে বিয়েবাড়িতে বর পক্ষ-কনে পক্ষের মারামারি। খুন কনের আত্মীয়। ভেস্তে গেল বিয়ে। বিয়ের প্যান্ডেলে তুমুল ভাঙচুরও করা হয়। নিউ টাউনশিপ থানার ভ্যাম্বে কলোনির ঘটনা। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আর্টিস্ট বেদ (১৮)। বাড়ি পান্ডবেশ্বরে। সম্ভবত গুলি করে ওই যুবককে খুন করা হয়েছে বলে দাবি কনে পক্ষের। তবে পুলিশ জানিয়েছে, কুপিয়ে খুন করা হয়েছে ওই যুবককে। ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা গিয়েছে, শনিবার রাত ১টা নাগাদ বাড়িতে গানের আসরে ঝামেলা শুরু হয়। বরাকর থেকে বরযাত্রীরা এসে পৌঁছায়। বিয়ে বাড়ির ডান্স প্লাটফর্মে গান পরিবর্তন করতে বলে বর পক্ষ। কনে পক্ষ গান পরিবর্তন করতে রাজি হয়নি। এরপরেই দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এইসময় আচমকা কনে পক্ষের আত্মীয় আর্টিস্টকে টেনে হেঁচড়ে নিয়ে এসে বেধড়ক মারধর করে বর পক্ষ। কনের বাবা জাদুকর বেদের অভিযোগ, “আর্টিস্ট আমাদের বাড়িতে এসেছিল। বরযাত্রীদের দল ওর উপর হামলা চালায়। আমি শুনছি, তাকে গুলি করে খুন করা হয়েছে। আমরা শাস্তি চাইছি। এই ঘটনার জন্য মেয়ের বিয়েও বন্ধ হয়েছে।”
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
আর্টিস্টের মামা অবিনাশ বেদের অভিযোগ, “বরযাত্রীর লোকেরা আমাদের উপর হামলা চালায়। আমার ভাগ্নেকে গুলি করে খুন করা হয় বলে জেনেছি। আমরা দোষীদের শাস্তি চাইছি।” যদিও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায় বলেন, “ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওই যুবককে খুন করা হয়েছে। গুলি চলার ঘটনা ঘটলে আওয়াজ হতো। তিন জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।” এদিন ধৃত তিনজনকে দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক জামিন না মঞ্জুর করে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
