Breaking News. ডিপিএলের আবাসনে দাউ দাউ করে জ্বলছে আগুন

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শনিবার রাত প্রায় নটা। আচমকা পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কোকওভেন থানার ডিপিএল কলোনির আবাসনের তিনতলায় জ্বলে উঠল দাউ দাউ করে আগুন। ছড়িয়ে পড়ে আতঙ্ক। সেই সময় আবাসনের অধিকাংশ বাসিন্দা ছিলেন বাইরে। আগুনের লেলিহান শিখা প্রথম দেখতে পান পাশের একটি আবাসনের লোকজন। সবাই ছুটে আসেন।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
খবর যায় কোকওভেন থানার পুলিশের কাছে। খবর দেওয়া হয় দমকল বিভাগে। দ্রুত ডিপিএলের নিজস্ব দমকলের ইঞ্জিন ছুটে আসে ঘটনাস্থলে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হয়। তবে ঠিক কী কারণে আগুন লাগল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কেউ বলছেন শর্ট সার্কিট। কেউ সন্দেহ করছেন গ্যাস সিলিন্ডার লিক হতে পারে। তবে নিশ্চিত করে এখনও কিছু জানা যায়নি।
ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও নিশ্চিত জানা যায়নি। তবে প্রাণহানির কোনও খবর নেই। পুলিশ ও দমকল ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, যে আবাসনে আগুন লেগেছে সেখানে থাকেন সুনীতা কুন্ডু। তিনি ডিপিএল হাসপাতালের স্থায়ী কর্মী। আবাসনে কোনও অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
