দুর্গাপুরের আইকিউ সিটির বহুতলে ভয়াবহ অগ্নিকান্ড

আতঙ্কিত আবাসিকরা দৌড়ে নেমে এলেন নীচে
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের শোভাপুরের আইকিউ সিটির বহুতলে ভয়াবহ অগ্নিকান্ড। আতঙ্কে আবাসিকরা নেমে আসেন নীচে। আশপাশের লোকজন ছুটে আসেন। শুরু হয়ে যায় ছোটাছুটি। খবর দেওয়া হয় দমকলে। আসে পুলিশ। দমকলের দুটি ইঞ্জিন এসে প্রায় আধঘন্টার চেষ্টায় আগুন আয়ত্বে আনে। দমকল সূত্রে জানা গিয়েছে, আবাসনের সবকটি ফায়ার এক্সটিংগুইশারের মেয়াদ অনেক আগেই পেরিয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরে সেগুলোর রিফিলিং বা রক্ষণাবেক্ষণ হয়নি বলে অভিযোগ। ফলে অগ্নিকাণ্ডের মুহূর্তে দ্রুত আগুন নেভানোর কোনও কার্যকর ব্যবস্থা ছিল না আবাসনে। ফলে আগুন ছড়িয়ে পড়ায় শুরুতে স্থানীয় বাসিন্দারা অসহায় হয়ে পড়েন। কেউই আগুন নেভানোর মতো প্রাথমিক কোনও ব্যবস্থা নিতে পারেননি।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
বৃহস্পতিবার দুপুরে প্রথমে আবাসনের ওই ফ্ল্যাটে হঠাৎ বিকট শব্দ হয়। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ঘন ধোঁয়ায় ঢেকে গেছে গোটা তলা। সেই ফ্ল্যাটের বাসিন্দা চিকিৎসক অনুরাগ ভাদুড়ি তখন হাসপাতালে কর্তব্যরত ছিলেন। তিনি বলেন, “হাসপাতাল থেকেই শুনি আমার ফ্ল্যাটে আগুন লেগেছে। ছুটে এসে দেখি সব কিছুই ছাই হয়ে গিয়েছে। মূল্যবান নথিপত্র, আসবাবপত্র— কিছুই আর রইল না। মনে হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।” খবর পেয়ে দুর্গাপুর দমকলের দুটি ইঞ্জিন দ্রুত পৌঁছে যায়। দুর্গাপুর দমকলের সাব-অফিসার পূর্ণেন্দু ভৌমিক বলেন, “আমাদের বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আবাসনের সামনে জলের ব্যবস্থা না থাকায় কিছুটা সমস্যায় পড়তে হয়েছিল। হতাহতের কোনও খবর নেই। ফায়ার এক্সটিংগুইশারগুলির মেয়াদ পেরিয়ে গিয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
