
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুর্গাপুর মহিলা কলেজের জঙ্গলে বৃহস্পতিবার দুপুরে আগুন লাগে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কলেজে। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্বে আনে। কলেজ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে কলেজের ভিতরে জঙ্গলে আগুনের লেলিহান শিখা দেখা যায়। জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে যায়। খবর দেওয়া হয় দুর্গাপুর থানায় ও দমকল বিভাগে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
কলেজের অধ্যক্ষ মহানন্দা কাঞ্জিলাল বলেন, “মাঝে মধ্যেই পার্শ্ববর্তী বরফকল সংলগ্ন এলাকার দুষ্কৃতীরা সীমানা পাঁচিল ভেঙে কলেজে ঢুকে পড়ে। নেশা করে ভিতরে। কলেজের হস্টেলের কল সহ একাধিক জিনিসপত্র চুরি করে নিয়ে পালায়। আগুন লাগার ঘটনার সাথেও তারা যুক্ত থাকতে পারে। আমরা পুলিশের কাছে নজরদারি বাড়ানোর দাবি করছি। মেয়েদের কলেজ। আমরা চরম আতঙ্কের মধ্যে রয়েছি।” দমকলের আধিকারিক বিপ্লব কুমার বিশ্বাস বলেন, “আগুন লাগার খবর পেয়েই আমরা চলে আসি। কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। বেশ কিছু গাছ পুড়ে গিয়েছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
