ধান্ডাবাগে ভয়াবহ আগুন, ঘরের ভিতর থেকে দুই সন্তানকে বের করে আনলেন প্রতিবেশীরা

ধান্ডাবাগে ভয়াবহ আগুন, ঘরের ভিতর থেকে দুই সন্তানকে বের করে আনলেন প্রতিবেশীরা
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বৃহস্পতিবার রাতে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের ধান্ডাবাগে একটি বাড়িতে আগুন লাগে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ও দুর্গাপুর থানার পুলিশ পৌঁছেছে। জানা গিয়েছে, ধান্ডাবাগে সিং পাড়ায় সন্দেশ মাহাতো নামের এক ব্যক্তি দুই সন্তানকে বাড়িতে রেখে স্বামী স্ত্রী মিলে বাজারে যান।

হঠাৎ বন্ধুদের কাছ থেকে খবর পান, বাড়িতে আগুন লেগেছে। বন্ধুরা তাঁর দুই সন্তানকে বাড়ি থেকে বের করে নেন। জল দিয়ে আগুন নেভাতে থাকেন। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন ও দুর্গাপুর থানার পুলিশ। দমকলের প্রাথমিক অনুমান, প্রদীপ থেকে আগুন ধরে যায়। হতাহতের কোন খবর নেই। বাড়ির মালিক সন্দেশ মাহাতো বলেন, “বড় দুর্ঘটনা করতে পারত। এলাকাবাসীর তৎপরতায় তেমন কোনও ক্ষতি হয়নি।”

error: Content is protected !!