দুর্গাপুর: কল্পতরু মেলার অস্থায়ী কার্যালয়ে আগুন। নেপথ্যে কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব? ফের উঠতে শুরু করল এই প্রশ্ন। কারণ, কল্পতরু মেলার দখল নিয়ে কয়েক দিন ধরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একাধিকবার প্রকাশ্যে চলে এসেছে। কমিটির সভাপতি তথা পুর নিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়ের কাছে লিখিত অভিযোগ জমা পড়া, স্টল বন্টনের অস্থায়ী বুকিং কার্যালয়ের টেবিল উল্টে মেলা কমিটির প্রতিনিধিকে বের করে দেওয়ার মতো ঘটনা ঘটে তৃণমূলের ৩১ নম্বর ও ৩৯ নম্বর ওয়ার্ডের দুই সভাপতি দেবনারায়ন সিং ও সুব্রত ব্রহ্মর উপস্থিতিতে।
যারা এই কাজের সঙ্গে যুক্ত তারা এলাকার সমাজবিরোধী বলে সোমবার সাংবাদিক বৈঠকে দাবি করেন মেলা কমিটির কোষাধ্যক্ষ দীপঙ্কর লাহা। মঙ্গলবার দিন ধুমধাম করে মেলার খুঁটি পুজো করা হয়। এর পরেই অস্থায়ী কার্যালয়ে আগুন নতুন করে বিতর্ক ছড়িয়েছে। কার্যালয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে চেয়ার, টেবিল। ছেঁড়া হয়েছে ব্যানার সহ প্যান্ডেলের ত্রিপল। প্যান্ডেলের বাইরে চেয়ারে জ্বলছে আগুন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
মেলা কমিটির সদস্য আই এন টি টি ইউ সি নেতা কল্লোল ব্যানার্জি বলেন, “মঙ্গলবার রাতে ওই এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন এক প্রৌঢ়। তিনি দেখেন, অস্থায়ী কার্যালয়ের চেয়ার-টেবিল বাইরে পড়ে আছে। দাউ দাউ করে জ্বলছে আগুন। খবর দেন পুলিশকে। পুলিশ এসে আগুন নেভায়। যারা মেলার দখল নিতে চাইছিল তারাই এই ঘটনা ঘটাতে পারে বলে আমাদের অনুমান। আবার ঘোলা জলে কেউ মাছ ধরার চেষ্টাও করতে পারে। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি। পুলিশ তদন্ত শুরু করেছে।” যদিও জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “বহু প্রাচীন কল্পতরু উৎসবকে ঘিরেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত। আসলে, তোলাবাজি ছাড়া তৃণমূল একেবারেই অচল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।