দুর্গাপুর: শীতের রাতে দুর্গাপুরে ভস্মীভূত হয়ে গেল ঝালমুড়ি বিক্রেতার বাড়ি। জখম ঝালমুড়ি বিক্রেতা ও তাঁর ছেলে। দুর্গাপুরের হস্টেল এভিনিউ সংলগ্ন স্টিল হাউজিং কলোনি এলাকার ঘটনা। দমকলের একটি ইঞ্জিন কিছুক্ষণের চেষ্টায় আগুন আয়ত্বে আনে। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
বৃহস্পতিবার গভীর রাতে কলোনির একটি টালির চালের বাড়িতে আগুন জ্বলছে দেখে স্থানীয়রা ছুটে যান। জল দিয়ে নিজেরাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন তাঁরা। পরে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়ির মালিক বিমান স্বর্ণকার ও তাঁর ছেলে জখম হন। বাড়ির সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। প্রতিবেশী পূজা সিংহ বলেন, “রাত দু’টোর সময় ওই বাড়ির ভেতর থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আমরা ছুটে আসি। বাবা ও ছেলে জখম হয়েছে।”
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকাল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল বস্তি এলাকায়। সেজন্য রাতে মোমবাতি জ্বালিয়েছিলেন তাঁরা। সেই মোমবাতি থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। বাড়ির সব কিছু ভস্মীভূত হয়ে গিয়েছে। দুর্গাপুরের দমকলের এক আধিকারিক পূর্ণেন্দু ভৌমিক বলেন, “ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মোমবাতি থেকে আগুন লেগেছেো বলে আমাদের প্রাথমিক অনুমান।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।