মালদায় বিধায়কের বাড়ির কাছে চলল গুলি, জখম ১

দুর্গাপুর দর্পণ, মালদা: ফের মালদহে (Malda) চলল গুলি। এবারে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সাবিত্রী মিত্রের বাড়ির অদূরেই পর পর দুই রাউন্ড গুলি চলে। গুলিবিদ্ধ হলেন এক ব্যাক্তি। মালদার ইংলিশ বাজার পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সদরঘাট পুড়াটুলি এলাকার ঘটনা। গুলিবিদ্ধ ব্যক্তির নাম বিপ্লব ঘোষ। পুলিশ এই ঘটনাই চার জনকে আটক করেছে। তবে মূল অভিযুক্ত উত্তম মন্ডল এখনও পলাতক রয়েছে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
জানা গিয়েছে, হোলির রাতে বিপ্লব ঘোষ বাড়ি থেকে বেরিয়ে বাজার করতে যাচ্ছিল। ঠিক সেই সময় তিনি দেখতে পান, একদল যুবক ঝামেলা করছে। কী হয়েছে তা জানতে যেতেই বন্দুক বের করে উত্তম মন্ডল পরপর দুই রাউন্ড গুলি করে বলে অভিযোগ। বাঁ হাতে গুলি লাগে বিপ্লবের। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় এই ধরণের ঘটনা এলাকায় প্রথম বলে জানিয়েছেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এখানে বহিরাগতদের আনাগোনা বাড়ছে। রাত হলেই নেশারুরা জড়ো হচ্ছে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
