
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিটিপিএসে বুধবার পুলিশ ও সিআরপিএফকে সঙ্গে নিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান হয়। সুকান্ত পল্লীর খাটাল পাড়ার বেশ কিছু বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয়। এদিন উচ্ছেদের বিরোধিতা করতে কেউ এগিয়ে আসেনি। তাই শান্তিপূর্ণ ভাবে অভিযান শেষ হয়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
ডিটিপিএস প্লান্টে নতুন ৮০০ মেগাওয়াটের একটি নতুন সুপার ক্রিটিক্যাল ইউনিট নির্মাণ করা হবে। সেজন্য জায়গা জোগাড় করতে বহু পরিত্যক্ত কোয়ার্টার্স ভেঙে দেওয়া হয়েছে। বেআইনি উচ্ছেদের বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়। বুধবার সুকান্ত পল্লী এলাকায় উচ্ছেদ অভিযান হয়। অনেক অবৈধ নির্মাণ এদিন ভেঙে ফেলা হয়। ডিটিপিএসের সিনিয়র ম্যানেজার অমিত কুমার মোদী বলেন, “কয়েকদিন ধরে মাইকিং করে ঘোষণা করা হচ্ছিল। স্থানীয়রা সহযোগিতা করেছেন।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
