দুর্গাপুর: সরস্বতী পুজোর দুপুরে মাছ ধরতে গিয়ে জালে উঠল এক নলা বন্দুক! জঙ্গলের পাশে জলাশয়। পুজো উপলক্ষে সেই জলাশয়ে মাছ ধরতে জাল ফেলা হয়। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কাঁকসা থানার বিষ্ণুপুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মলানদিঘি ফাঁড়ির পুলিশ। পুলিশ বন্দুকটি উদ্ধার করে নিয়ে যায়। পুলিশের প্রাথমিক অনুমান, বহুদিনের পুরনো দেশি একনলা রাইফেল। দীর্ঘদিন ধরে জলে পড়ে থাকায় মরচে ধরেছে। কোথা থেকে এটি এসেছে তা তদন্ত করে দেখছে পুলিশ। এর আগেও ওই গ্রামের পুকুর থেকে বন্দুক উদ্ধারের ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।