ঘন কুয়াশার চাদরে ঢেকেছে দুর্গাপুর শিল্পাঞ্চল

দুর্গাপুর: ঘন কুয়াশার চাদরে ঢেকেছে দুর্গাপুর শিল্পাঞ্চল। বুধবার সকালে ঘুম ভাঙতেই দেখা যায় আশপাশ থেকে গিয়েছে সাদা কুয়াশায়। তার মধ্যে দিয়েই যান চলাচল করছে ধীর গতিতে। দুর্ঘটনা এড়াতে আলো জ্বালিয়ে যানবাহন চলছে। সঙ্গে রয়েছে ঠান্ডার আমেজ। সব মিলিয়ে দুর্গাপুর শিল্পাঞ্চলে বুধবারের সকাল শুরু হয়েছে একটু অন্যভাবেই। সকাল ৯টা পর্যন্ত কার্যত একই পরিস্থিতি দেখা গিয়েছে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
Highlight

News
ঘন কুয়াশার চাদরে ঢেকেছে দুর্গাপুর শিল্পাঞ্চল
:ঘন কুয়াশার চাদরে ঢেকেছে দুর্গাপুর শিল্পাঞ্চল। বুধবার সকালে ঘুম ভাঙতেই দেখা যায় আশপাশ থেকে গিয়েছে সাদা কুয়াশায়। তার মধ্যে দিয়েই যান চলাচল করছে ধীর গতিতে।
Published By
Arpita Majumder
Durgapur Darpan