মর্মান্তিক দুর্ঘটনায় ফুটবলারের মৃত্যু দুর্গাপুরে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় ফুটবলারের মৃত্যু হল পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে। ১৯ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে এবিএল মোড় থেকে ইন্দো আমেরিকান মোড়ের মাঝামাঝি জায়গায় দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। মৃত্যু হয় সঞ্জীব দেহারির ( ৩৮ )। বাড়ি বিধাননগরের ভ্যাম্বে কলোনিতে। তিনি গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবের হয়ে ফুটবল খেলতেন। জখম হয়েছেন আরও ২ জন। তারা হলেন খয়রাশোলের পিন্টু রায় এবং এমএএমসি গণতন্ত্র কলোনির প্রভাত দেবাংশি।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুটি বাইকেরই গতিবেগ বেশি ছিল। মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ। তিনজনকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক সঞ্জীবকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে রাখা হয়। বাকি দুজনের চিকিৎসা চলছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
