গড় জঙ্গলের নেকড়েদের বাঁচাতে বিশেষ উদ্যোগ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বন্যপ্রাণী সংরক্ষণকারী বেসরকারি সংস্থা উইংস সঙ্গে যৌথ উদ্যোগে নেকড়ে বাঁচাতে খুদে পড়ুয়াদের ভিডিও দেখিয়ে সচেতন করছে বন দফতর। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কাঁকসার বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয় এই কর্মসূচির আয়োজন করা হয় সোমবার।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, জঙ্গলে আগুন লাগা এবং গাছ কেটে নেওয়ার ফলে বাসস্থান হারাচ্ছে নেকড়ের দল। তাই জঙ্গল ছেড়ে খেতের ধারে আশ্রয় নিচ্ছে তারা। কাঁকসার গড় জঙ্গলে নেকড়েদের এই করুন অবস্থার ছবি ধরা পড়েছে ট্রাপ ক্যামেরায়। নেকড়েদের বাঁচাতে এমন পরিস্থিতির ভিডিও দেখিয়ে সচেতনতায় নেমেছে বন দফতর।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
গড় জঙ্গলে রয়েছে বহু ধূসর নেকড়ে। মাঝেমধ্যেই লোকালয়ে সেই নেকড়েদের দেখা যায়। লোকালয় থেকে হাঁস, মুরগি ছিনিয়ে নিতেও দেখা যায়। রাজ্যের বিভিন্ন প্রান্তে নেকড়ে হত্যার ঘটনা ঘটে। এই এলাকায় যাতে নেকড়েদের উপর কোন হামলা না হয় সেই বার্তা দিতেই নেকড়ে বাঁচাও কর্মসূচি নেওয়া হয়েছে। এলাকার খুদে পড়ুয়াদের এবং এলাকার বাসিন্দাদের দেখানো হয় সেই ভিডিও। পরিবেশের ক্ষতিকর জীবজন্তুদের খেয়ে তারা কিভাবে উপকার করে পরিবেশের, তাও দেখানো হয়।
কোন নেকড়ে লোকালয়ের চলে এলে উত্যক্ত না করে বন দফতরে খবর দেওয়ার পরামর্শ দেওয়া হয়। উইংস এর প্রতিনিধি দিব্যেন্দু মন্ডল বলেন, “এই এলাকায় ধূসর নেকড়ে, হায়না, বাদামি শিয়াল রয়েছে। পড়ুয়ারা সচেতন হলে সমাজের প্রতিটি মানুষ সচেতন হবে। আমরা রাজ্যের প্রতিটি প্রান্তের পাশাপাশি গড় জঙ্গল জুড়ে এই সচেতনতা কর্মসূচি করছি।” দুর্গাপুর বনাঞ্চলের শিবপুর বিট অফিসার অনুপ মন্ডল বলেন, “বিশ্ব পরিবেশ দিবসের আগে আমরা প্রতিটি প্রান্তে মানুষজনকে বোঝাচ্ছি। গাছ কাটবেন না, বন্য জীবজন্তুদের হত্যা করবেন না। পরিবেশ বাঁচাতে বদ্ধ পরিকর বর্ধমান বন বিভাগ।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

