সিপিএমের কার্য্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির ফর্ম ফিল আপ চলছে!

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কাঁকসা ব্লকের মলানদিঘীর কুলডিয়ায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির ফর্ম পূরণ করতে দেখা গেল সিপিএমের কার্য্যালয়ে। এদিন কুলডিহায় আমাদের পাড়া আমাদের সমাধান শিবির পরিদর্শন করেন রাজ্যের শিল্প, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। তিনি সমস্যা জানাতে শিবিরে আসা মানুষদের সঙ্গে কথা বলেন। সঙ্গে ছিলেন জেলাশাসক পন্নমবলম এস, মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
শিবিরের পাশেই সিপিএমের দলীয় কার্যালয়। সেখানে দেখা গেল সিপিএমের পঞ্চায়েত সদস্য সুনীল টুডু এবং সিপিএম কর্মীরা সহায়তা শিবির শুরু করেছেন। সিপিএমের ২ নম্বর এরিয়া কমিটির সদস্য সন্দীপন বন্দ্যোপাধ্যায় বলেন, “মানুষের সমস্যার কথা আমরা শুনছি। কেউ কোনও ফর্ম নিয়ে এলে সেগুলো পূরণ করে দিচ্ছি।” মন্ত্রী শশী পাঁজা পাল্টা বলেন, “৩৪ বছর ধরে কোথায় ছিল? সহযোগিতা করছে না অসহযোগিতা করছে তা আমার নজরে পড়েনি। তবে আমাদের সরকার মানুষের পাশে থাকতে মানুষের কাজ করছে। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমে মানুষের ছোট ছোট সমস্যা দূর হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
