প্রাক্তন কাউন্সিলর ও তাঁর ছেলেকে তোলা হল আদালতে, বিক্ষোভ বিজেপির

প্রাক্তন কাউন্সিলর ও তাঁর ছেলেকে তোলা হল আদালতে, বিক্ষোভ বিজেপির
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর: লক্ষ লক্ষ টাকার আর্থিক প্রতারণার দায়ে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়েছে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ৩২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মানস রায় ও তাঁর ছেলে অভ্রনীলকে। তবে ধৃতদের সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগ নেই, এমন দাবি করেছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা। বিরোধীদের দাবি, ওই পুলিশ আধিকারিক যে তৃণমূল নেতৃত্বের হয়ে কাজ করছেন, তা স্পষ্ট বোঝা যাচ্ছে! 

বুধবার ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করার সময় বিজেপি নেতৃত্বের বিক্ষোভের মুখে পড়তে হয় মানস ও তার ছেলেকে।  ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত কাউন্সিলর ছিলেন মানস। তাঁর বাড়ি দুর্গাপুরের গোপাল মাঠে। ছেলে অভ্রনীলকে সঙ্গে নিয়ে প্রভাব খাটিয়ে কম্পিউটার, মোবাইল, গাড়ি কিনে টাকা না দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। আবার রাজ্যের মন্ত্রী, সাংসদদের নাম করেও লক্ষ লক্ষ টাকা হাতিয়েছিলেন বলে অভিযোগ। সেই টাকা চাইতে গিয়ে হুমকি শুনতে হয়েছে বলেও অভিযোগ।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)

জানা গিয়েছে, ২০২৪ সালে বেনাচিতির মনোজ কুমার সাউয়ের মোবাইল দোকান থেকে প্রায় ১ লক্ষ ৯২ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল নেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পাঠিয়ে দেবেন বলে জানান। সেই টাকা চাইতে গিয়ে হুমকির মুখে পড়তে হয় বলে দোকান মালিক মনোজ কুমার সাউ মঙ্গলবার দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রাতেই গ্রেফতার করা হয় প্রাক্তন কাউন্সিলর ও তাঁর ছেলেকে।

ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা বলেন, “ধৃতদের সাথে রাজনৈতিক কোনও সম্পর্ক নেই। প্রতারণা সহ নানা অভিযোগে গ্রেফতার করা হয়েছে।” ডেপুটি কমিশনারের এই মন্তব্যের সমালোচনায় সরব হয়েছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই ও কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী। বিজেপি বিধায়ক বলেন, “তৃণমূলের তো উপর থেকে নিচু পর্যন্ত দুর্নীতিতে ভরপুর। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরও ক্ষমতার জোরে টাকা লুট করেছেন। আর ডেপুটি কমিশনার বলছেন ওর সাথে রাজনৈতিক কোন যোগ নেই। তৃণমূলের জেলা সভাপতি যে কথা বলেন সেই কথাই বলেছেন উনি। আসলে, তৃণমূলকে বাঁচানোর চেষ্টা চলছে।” জেলা কংগ্রেসের সভাপতি বলেন, “তৃণমূলের দলদাস পুলিশের এই মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি।” দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে জানান জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায়। তিনি বলেন, “রাজনীতিতে এইসব কাজ বরদাস্ত করা হবে না। প্রতারকরা নেতা-মন্ত্রীদের নাম করেই প্রতারণা করে। আমাদের কাছে উচ্চ নেতৃত্ব জানতে চাইলে আমরা বহিস্কার করার জন্য বলব।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Highlight
লক্ষ লক্ষ টাকার আর্থিক প্রতারণার দায়ে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর ও তাঁর ছেলেকে তোলা হল আদালতে
News
লক্ষ লক্ষ টাকার আর্থিক প্রতারণার দায়ে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর ও তাঁর ছেলেকে তোলা হল আদালতে
:
আবার রাজ্যের মন্ত্রী, সাংসদদের নাম করেও লক্ষ লক্ষ টাকা হাতিয়েছিলেন বলে অভিযোগ। সেই টাকা চাইতে গিয়ে হুমকি শুনতে হয়েছে বলেও অভিযোগ।
Published By
Durgapur Darpan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!