প্রতারণার দায়ে ফের গ্রেফতার দুর্গাপুরের প্রাক্তন কাউন্সিলর ও তাঁর ছেলে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও তাঁর ছেলেকে ফের প্রতারণার দায়ে পুলিশ গ্রেফতার করেছে। দুর্গাপুরের ৩২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মানস রায় এবং তাঁর ছেলে অভ্রনীল রায়কে বুধবার রাতে বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে বারুইপুর জেলা পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে, দুর্গাপুরের মতোই বারুইপুরেও পুরনো গাড়ি কিনে আর্থিক প্রতারণা করেছিলেন তাঁরা। এছাড়া বিভিন্ন জিনিস কিনে সেখানকার অনেকের বিল না মিটিয়ে সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ। একাধিক অভিযোগ জমা পড়েছিল বারুইপুর জেলা পুলিশের কাছে। অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। তাঁদের হেফাজতে নিয়ে অভিযোগের কিনারা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি দুর্গাপুর থানার পুলিশের হাতে গ্রেফতার হন মানস এবং তাঁর ছেলে অভ্রনীল। দুর্গাপুরের বহু দোকান থেকে মোবাইল, ল্যাপটপ এবং পুরনো গাড়ি কিনে টাকা দেননি বলে অভিযোগ। তেমন একাধিক অভিযোগ দুর্গাপুর থানায় জমা পড়েছিল। তদন্তে নেমে পুলিশ তাঁদের গ্রেফতার করেছিল। পুলিশি হেফাজত শেষে দুর্গাপুর মহকুমা আদালতে জামিনে ছাড়া পান তাঁরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

