বেনাচিতি বাজার থেকে নিখোঁজ চার নাবালককে শিয়ালদহ নিয়ে গিয়েছিল কে?

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের বেনাচিতি বাজার থেকে ৫ জুন দুপুরে নিখোঁজ হয়ে গিয়েছিল কুড়ুরিয়া ডাঙার পাসি পাড়ার চার নাবালক বিজু পাসি (৬), কিষান পাসি (১০), আকাশ পাসি (৮) এবং মিলন পাসি (৯)। সেদিন সকালে বাজারে গিয়েছিল আম বিক্রি করতে। তারপরে তারা উধাও হয়ে যায়। ৭ জুন থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পুলিশ তদন্ত শুরু করে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বুধবার বিকালে রহস্য জনক হবে সেই চার নাবালকের খোঁজ মিলল বেনাচিতি বাজার থেকেই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালকেরা জানিয়েছে, একটি লাল রঙের গাড়ি চেপে তারা শিয়ালদহে গিয়েছিল। সেখান থেকেই আবার তারা বুধবার বিকেলে ফিরে এসেছে। কিন্তু সেই লাল গাড়িটি কার তা এখনও জানা যায়নি। চার নাবালক সেই গাড়িতে কেন চেপেছিল না কী কেউ তাদের তুলে নিয়েছিল, আবার ফিরিয়েই বা দিয়ে গেল কেন, এসব বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

