মেয়েদের দিয়ে স্কুল ব্যাগে করে গাঁজা পাচারের ছক, ধরে ফেলল কোকওভেন থানার পুলিশ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: এতদিন পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে গাঁজা পাচারকারী হিসাবে পুলিশের হাতে ধরা পড়েছে অনেকেই। তবে তাদের দলে মেয়েদের দেখা যায়নি। শনিবার কোকওভেন থানা গাঁজা পাচারকারী হিসাবে গ্রেফতার করল ৪ মহিলাকে। মনে করা হচ্ছে, পুলিশের নজর এড়াতে ছক বদলিয়ে গাঁজা পাচারে মেয়েদের ব্যবহার করা হচ্ছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
শনিবার দুর্গাপুর স্টেশন থেকে বেরোতেই পুলিশ ৪ মহিলা ও এক যুবককে গাঁজা পাচারের দায়ে গ্রেফতার করে। উদ্ধার হয় প্রায় ৩৬কেজি গাঁজা। ধৃতদের রবিবার পুলিশি হেফাজত চেয়ে আসানসোল জেলা আদালতে পেশ করেছে পুলিশ। ধৃতদের নাম দেবী দাস, সনাকা দাস, ঊষা মন্ডল, মিনতি ঘোষ ও আনন্দ চট্টোপাধ্যায়। ধৃতরা সবাই নদীয়া জেলার বাসিন্দা।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ৫ জন ওড়িশা থেকে ট্রেনে করে ঝাড়খন্ড হয়ে পশ্চিমবঙ্গে ঢুকেছিল। দুর্গাপুর স্টেশনে নামে। তারপর দুর্গাপুর বাসস্ট্যান্ড থেকে বাস ধরে বর্ধমান যাওয়ার পরিকল্পনা করছিল। পুলিশের চোখে ধুলো দিতে স্কুল ব্যাগে করে আনছিল গাঁজা। গোপন সূত্রে খবর পেয়ে কোক ওভেন থানার পুলিশ বাসস্ট্যান্ডে সাদা পোশাকে ওঁত পেতে বসেছিল। গাঁজা ভর্তি ব্যাগ সমেত দুর্গাপুর স্টেশন থেকে বের হতেই তাদের পাকড়াও করে পুলিশ। স্কুল ব্যাগ খুলতেই বেরিয়ে পড়ে গাঁজা। তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। বাজেয়াপ্ত করা হয় গাঁজা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

