বছরভর দুঃস্থ ১০ পড়ুয়াকে বিনামূল্যে কোচিং এর ব্যবস্থা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বছরভর দুঃস্থ ১০ পড়ুয়াকে বিনামূল্যে কোচিং এর ব্যবস্থা করছে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের এক সংস্থা। পরীক্ষার মাধ্যমে তাদের বেছে নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থার পরিচালক সন্দীপ মুখোপাধ্যায়। দুর্গাপুরের বিভিন্ন স্কুল থেকে ৫০ জনেরও বেশি পড়ুয়া ইতিমধ্যেই নাম নথিভূক্ত করেছে। ২৬শে অক্টোবর বিধাননগর গভর্নমেন্ট স্পনসর্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
বৃহস্পতিবার এই স্কলারশিপ এর উদ্বোধন করেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক তথা নেপালি পাড়া হিন্দি হাইস্কুলের প্রধান শিক্ষক ডঃ কালিমুল হক, বিধাননগর গভর্নমেন্ট স্পনসর্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কুন্তলা পাল প্রমুখ। প্রথমে নথিভুক্ত পড়ুয়াদের স্কলারশিপ টেস্টের জন্য তৈরি করা পড়াশোনা, নেতত্ব প্রদান, সমস্যা সমাধানের দক্ষতা সহ আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর পরীক্ষার মাধ্যমে তাদের সার্বিক মূল্যায়ন করা হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

