চোখের আলো ফিরিয়ে দিতে ভূমি রক্ষা কমিটি ও লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগ
দুর্গাপুরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ভূমি রক্ষা কমিটি, লায়ন্স ক্লাব দুর্গাপুরের সহযোগিতায় আজ, রবিবার দুর্গাপুর পুরসভার ৩৫ নম্বর গোপালমাঠ ওয়ার্ডে ভূমি রক্ষা কমিটির কার্যালয়ে আয়োজন করা হয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের। এই শিবিরে এলাকার প্রায় ২৫৬ জন আর্থিকভাবে অসচ্ছল ও সাধারণ মানুষ তাঁদের চোখের পরীক্ষা করান।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
এছাড়া ২৩ জনকে সম্পূর্ণ বিনামূল্যে চশমা প্রদান করা হয়। ভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের শিবিরে যাঁদের ছানি সমস্যা শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে ৫২ জনকে আগামী ৮ ও ১০ নভেম্বর লায়ন্স ক্লাব দুর্গাপুরের সহায়তায় সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু ছানি অপারেশনের সুযোগ দেওয়া হবে।কমিটির সদস্যরা জানান, “সমাজের প্রতিটি স্তরের মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। এই উদ্যোগ আগামী দিনেও চলবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )


