গোপালমাঠে ভূমি রক্ষা কমিটির উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

১৭ জনের বিনামূল্যে ছানি অস্ত্রোপচার করা হবে
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ৩৫ নম্বর ওয়ার্ডের গোপালমাঠে ভূমি রক্ষা কমিটির পরিচালনায় এবং লায়ন্স ক্লাব দুর্গাপুরের সহযোগিতায় রবিবার বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। গোপালমাঠে ভূমি রক্ষা কমিটির কার্যালয়ে আয়োজিত এই শিবিরে প্রায় ৭৬ জনের চক্ষু পরীক্ষা করা হয়। শিবিরে ১২ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। এদিনের শিবিরে যাঁদের চক্ষু পরীক্ষা করানো হয়, তাঁদের মধ্যে ১৭ জনকে ভবিষ্যতে বিনামূল্যে ছানি অপারেশন করানো হবে। শিবিরে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব দুর্গাপুরের ভাইস প্রেসিডেন্ট রণজিৎ চৌধুরী, পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর দুর্গাপুর শাখার সম্পাদক গৌতম ঘোষ সহ অন্যান্যরা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
