দুর্গাপুর দর্পণ, ১৮ মে ২০২৪: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের শিবাজী রোড এলাকায় ১৫ মে রহস্যজনকভাবে ফরিদপুর (লাউদোহা) থানার আরতি এলাকার যুবক শেখ বাহাদুরের (২৮) রক্তাক্ত দেহ উদ্ধার হয়। সেই ঘটনায় বাহাদুরের পরিবারের তরফে গ্রামেরই শেখ আনারুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। শুক্রবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।
পরিবার সুত্রে জানা যায়, সেদিন দুপুরে বাহাদুরের বন্ধু আনারুল তাঁকে ফোন করে ডেকে নিয়ে যায়। বাহাদুরের মৃত্যু সংবাদ সেই বাহাদুরের পরিবারকে জানিয়েছিল। এরপর থেকেই সে পলাতক ছিল। বাহাদুরের পরিবার তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করার পরে পুলিশ তার খোঁজ শুরু করে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
শুক্রবার রাতে আনারুলকে আরতি গ্রামের বাড়ি থেকেই গ্রেফতার করে পুলিশ। শনিবার তাকে দুর্গাপুর আদালতে তোলা হয়। বিচারক জামিনের আবেদন খারিজ করে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। শেখ বাহাদুরের মৃত্যুর প্রকৃত কারণ কী তা শেখ আনারুলকে জেরা করে জানার চেষ্টা করবে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।