অনুপমা দেবী ও তপেশ চক্রবর্তী স্মৃতি নক-আউট ফুটবলে চ্যাম্পিয়ন গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাব

অনুপমা দেবী ও তপেশ চক্রবর্তী স্মৃতি নক-আউট ফুটবলে চ্যাম্পিয়ন গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাব
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের বিধাননগর গ্রুপ হাউজিং মাঠে DGHCC এর খেলাধুলা বিভাগ ও ইয়ুথ ক্লাব আয়োজিত অনুপমা দেবী ও তপেশ চক্রবর্তী স্মৃতি নক-আউট ফুটবল প্রতিযোগিতায় (ডিএসএসএ স্বীকৃত) চ্যাম্পিয়ন হল গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাব। বৃহস্পতিবার ফাইনাল খেলায় তারা ১-০ গোলে উখড়া ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোলটি করেন রাকেশ রানা।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

ম্যাচ পরিচালনা করেন শেখ আজহার, দেবব্রত শ্যাম ও পার্থ প্রতিম ব্যানার্জি। সহযোগিতা করেন সোমনাথ ব্যানার্জি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পুর নিগমের প্রশাসকমন্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব, ডিএসএসএ সাধারণ সম্পাদক তাপস সরকার, সগরভাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক রাজীব চ্যাটার্জি প্রমুখ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Highlight
অনুপমা দেবী ও তপেশ চক্রবর্তী স্মৃতি নক-আউট ফুটবলে চ্যাম্পিয়ন গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাব
News
অনুপমা দেবী ও তপেশ চক্রবর্তী স্মৃতি নক-আউট ফুটবলে চ্যাম্পিয়ন গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাব
:
বৃহস্পতিবার ফাইনাল খেলায় তারা ১-০ গোলে উখড়া ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোলটি করেন রাকেশ রানা।
Published By
error: Content is protected !!