দুর্গাপুর: বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রের সামনেই আবর্জনার স্তূপ! সেখান থেকে উড়ে বেড়াচ্ছে প্লাস্টিক। ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষের জমি থেকে অজয় নদ। এমনই ছবি দেখা গিয়েছে কাঁকসার বনকাটি গ্রাম পঞ্চায়েতের দেউলে। ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর। জানা গিয়েছে, বছর দু’য়েক আগে দেউলের পিকনিক স্পটের পাশে করা হয়েছিল বনকাটি গ্রাম পঞ্চায়েতের ২০২৩-২৪ অর্থানুকূল্যে বর্জ্য প্রক্রিয়াকরণ ও নিষ্কাশন কেন্দ্র। লক্ষ্য ছিল পঞ্চায়েত এলাকার বিভিন্ন প্রান্ত থেকে পচনশীল ও অপচনশীল বর্জ্য সংগ্রহ করে নিয়ে এসে এখানে প্রক্রিয়াকরণ ও নিষ্কাশন করা হবে। যাতে দূষণমুক্ত হবে পঞ্চায়েত এলাকা।
কিন্তু বর্জ্য প্রক্রিয়াকরণ ও নিষ্কাশন কেন্দ্র চালু হয়নি। কেন্দ্রের বাইরে জমছে আবর্জনার স্তূপ। প্লাস্টিক উড়ে বেড়াচ্ছে গোটা পিকনিক স্পট জুড়ে। সমস্যার মুখে পড়ছেন পর্যটকরা। কিছু বর্জ্য আগুন দিয়ে পুড়িয়েও দেওয়া হয়েছে। পঞ্চায়েতের কোনও নজরদারি নেই বলে অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসী প্রিয়ব্রত ঘোষ বলেন, “যে ভাবে প্লাস্টিক উড়ে বেড়াচ্ছে তাতে চাষের জমির ক্ষতি হচ্ছে। মাটির উর্বরতা নষ্ট হচ্ছে। অজয় নদের জলও দূষিত হচ্ছে। পঞ্চায়েতে তরফ থেকে নজরদারি বাড়ানো দরকার। প্রকল্পটি দ্রুত চালু করা দরকার।”
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
বর্ধমান-দুর্গাপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “স্বচ্ছ পঞ্চায়েতের স্বপ্ন দেখাচ্ছে রাজ্য সরকার। অথচ বর্জ্য প্রক্রিয়াকরণ ও নিষ্কাশন কেন্দ্র চালু হচ্ছে না। উল্টে তার সামনে জমছে দুনিয়ার আবর্জনা। ওই কেন্দ্র সাধারণ মানুষের কোন কাজে আসছে না। সরকারি টাকা নয় ছয় করা হচ্ছে এভাবে।” বনকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান তাবাসুম খাতুন দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।