সকাল থেকে সাধারণ ধর্মঘটের তেমন প্রভাব দেখা যাচ্ছে না দুর্গাপুর শিল্পাঞ্চলে

সকাল থেকে সাধারণ ধর্মঘটের তেমন প্রভাব দেখা যাচ্ছে না দুর্গাপুর শিল্পাঞ্চলে
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শ্রম কোড বাতিলের দাবিতে দশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এবং শিল্প ফেডারেশনের ডাকা ধর্মঘটের কোনও প্রভাব সকাল ৮টা পর্যন্ত দেখা গেল না  পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর শিল্পাঞ্চলে। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সামনে তৃণমূল তথা আইএনটিটিইউসি কর্মী সমর্থকদের ধর্মঘটের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। আইএনটিটিইউসি কোর কমিটির সদস্য লিটন সরকার বলেন, “আমরা তৎপর আছি। রোজকার মতো এদিনও সকালে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কর্মীরা কাজে যোগ দিয়েছেন। উৎপাদন স্বাভাবিক রয়েছে।” অন্যদিকে ধর্মঘটের সমর্থনে সিটু বা আইএনটিইউসির কোনও কর্মীকে সকালের দিকে রাস্তায় দেখা যায়নি। দুর্গাপুর বাসস্ট্যান্ডেও তৃণমূল কর্মীদের দেখা গিয়েছে ধর্মঘটের বিরোধিতা করে মিছিল করতে। বাস কর্মীদের বাস চালানোর আর্জি জানাচ্ছেন তাঁরা।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

 (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

Highlight
সকাল থেকে সাধারণ ধর্মঘটের তেমন প্রভাব দেখা যাচ্ছে না দুর্গাপুর শিল্পাঞ্চলে
News
সকাল থেকে সাধারণ ধর্মঘটের তেমন প্রভাব দেখা যাচ্ছে না দুর্গাপুর শিল্পাঞ্চলে
:
র্মঘটের সমর্থনে সিটু বা আইএনটিইউসির কোনও কর্মীকে সকালের দিকে রাস্তায় দেখা যায়নি। দুর্গাপুর বাসস্ট্যান্ডেও তৃণমূল কর্মীদের দেখা গিয়েছে ধর্মঘটের বিরোধিতা করে মিছিল করতে। বাস কর্মীদের বাস চালানোর আর্জি জানাচ্ছেন তাঁরা।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!