দুর্গাপুর শহর জুড়ে ভুতুড়ে ভোটারের ছড়াছড়ি! চোখ কপালে ওঠার জোগাড়

দুর্গাপুর শহর জুড়ে ভুতুড়ে ভোটারের ছড়াছড়ি! চোখ কপালে ওঠার জোগাড়
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর শহর জুড়ে ভুতুড়ে ভোটারের ছড়াছড়ি! একই এপিক নম্বরে দু’জন ভোটারের। একজন এ রাজ্যের, অন্যজন কাশ্মীরের। আবার একই এপিক নম্বরের দুই ভোটারের বাড়ি দুর্গাপুর এবং ঝাড়খণ্ডে। নামের বিকৃতি। দুর্গাপুরে ভোটার তালিকায় ভুতুড়ে ভোটার খুঁজতে গিয়ে চোখ কপালে ওঠার জোগাড় তৃণমূল নেতাদের।

দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই রাজ্য জুড়ে ভুতুড়ে ভোটারের খেঁজে নেমেছে তৃণমূল। পাড়ায় পাড়ায় ঘুরছেন দলের নেতা কর্মীরা। সোমবার দুর্গাপুর ২ ব্লকের অন্তর্গত দুর্গাপুর পশ্চিম (২৭৭) বিধানসভার বেনাচিতি হাইস্কুলের পার্ট নম্বর ৯৬, সিরিয়াল নাম্বার ২০৮, এপিক (JNQ1465418) নম্বরে নাম রয়েছে স্বরূপা চ্যাটার্জীর (SWARUPA CHATTERJEE-47 – F)। আবার একই এপিক নম্বরে নাম রয়েছে রাহুল দাব (RAHUL DUB – 30-M) এর, কাঠুয়া জেলার জাসরোতা (৬৬) বিধানসভার পার্ট নম্বর ৫৬, সিরিয়াল নম্বর ২৫৩ তে। তবে দুর্গাপুরের ভোটার লিস্টে এই নাম থাকলেও সেই ভোটারের খোঁজ পাওয়া যায়নি।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

অন্য এক ভুতুড়ে ভোটার খুঁজতে গিয়ে নামের বিকৃতি দেখা যাচ্ছে। দুর্গাপুর পশ্চিম বিধানসভার ধান্ডাবাদের মুন্সী প্রেমচন্দ হিন্দি প্রাথমিক বিদ্যালয়ের পার্ট নম্বর ২৫, সিরিয়াল নাম্বার ৭৪৫ এ নাম রয়েছে শিব গোবিন্দ যাদবের ( SHIV GOBIND YADAV, PARENT – BHIM YADAV, EPIC NO. – HKY211899) অন্যদিকে, উত্তরপ্রদেশের মউ জেলার ঘোসি বিধানসভায় নাম রয়েছে শিবা গোবিন্দ। পার্ট নম্বর ২৯১, সিরিয়াল নম্বর ২৫৯। বুথ সেনুরায়চা প্রাথমিক স্কুল।

ভোটার তালিকা খতিয়ে দেখতে গিয়ে এমন পরিস্থিতিতে পড়তে হওয়ায় বিড়ম্বনার শেষ নেই। দুর্গাপুর ২ নম্বর ব্লক তৃণমূলের। ভুতুড়ে ভোটারের তালিকায় যাদের নাম পাওয়া যাচ্ছে, খুঁজে তাদের চিহ্নিত করে দুই জায়গার মধ্যে এক জায়গায় নাম কাটিয়ে দিতে অনুরোধ করা হবে বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। এই ধরনের যত ভুয়ো ভোটার কার্ড আছে, সব এক জায়গায় করে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন দুর্গাপুর ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Highlight
দুর্গাপুর শহর জুড়ে ভুতুড়ে ভোটারের ছড়াছড়ি! চোখ কপালে ওঠার জোগাড়
News
দুর্গাপুর শহর জুড়ে ভুতুড়ে ভোটারের ছড়াছড়ি! চোখ কপালে ওঠার জোগাড়
:
আবার একই এপিক নম্বরের দুই ভোটারের বাড়ি দুর্গাপুর এবং ঝাড়খণ্ডে। নামের বিকৃতি। দুর্গাপুরে ভোটার তালিকায় ভুতুড়ে ভোটার খুঁজতে গিয়ে চোখ কপালে ওঠার জোগাড় তৃণমূল নেতাদের।
Published By
Durgapur Darpan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!