দুর্গাপুরে শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শুক্রবার বিকালে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার আসানসোলে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করতে যাওয়ার পথে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তৃণমূলের কর্মী সমর্থকরা দুর্গাপুরে ১৯ নম্বর জাতীয় সড়কের ভিড়িঙ্গি মোড়ে কালো পতাকা দেখান। গো ব্যাক স্লোগান দিতেও দেখা যায় তাঁদের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
এদিন রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করছে বিজেপি। আসানসোলেও তা পালন করা হচ্ছে। এদিন বিকালে কলকাতা থেকে সেখানেই যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। পথে ভিড়িঙ্গি মোড়ের কাছে হাতে কালো পতাকা নিয়ে আগে থাকতেই অপেক্ষায় ছিলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। ভিড়িঙ্গি মোড়ের কাছে তাঁর কনভয় আসতেই তাঁকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান শুরু হয়। অভিষেক রায় নামে এক যুবক বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রীকে বারে বারে কটু কথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার প্রতিবাদে আমরা সামিল হয়েছি।”
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

