দুর্গাপুর: বাড়ির বাইরে রাস্তায় পায়চারি করার সময় বাইকে করে এসে এক মহিলার গলার সোনার হার ছিঁড়ে নিয়ে পালিয়ে গেল দুষ্কৃতীরা। শুক্রবার বিকাল সাড়ে ৩টা নাগাদ ঘটনাটি ঘটে দুর্গাপুরের কোকওভেন থানার কড়ঙ্গপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দা স্বর্ণাদেবী খৈতান তাঁর বাড়ির সামনের রাস্তায় হাঁটছিলেন। পিছন দিক থেকে বাইকটি আসে। হারটি নিয়েই দ্রুতগতিতে পালিয়ে যায়। বাইকে থাকা দুজনের মাথা হেলমেটে ঢাকা ছিল বলে জানান তিনি।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
তিনি এবং তাঁর ছেলে বলেন, “পাড়ার মধ্যে দিনের বেলায় এই ঘটনায় আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। নিরাপত্তার অভাব অনুভব করছি।” এলাকায় পুলিশের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। পুলিশ জানিয়েছে, ওই এলাকায় থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজ চলছে। দ্রুত কিনারা হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।