রামকৃষ্ণপল্লী বিবেকানন্দ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের বেনাচিতির রামকৃষ্ণপল্লী বিবেকানন্দ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত হল ২ আগস্ট। বিদ্যালয় প্রাঙ্গণে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাত্র-ছাত্রীদের পরিবেশিত সঙ্গীত, আবৃত্তি, নৃত্য, ক্যারাটে, যোগাসন, চিত্র প্রদর্শন সহ নানা আকর্ষণীয় অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন নিগমের চেয়ারম্যান কবি দত্ত, মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, ডিপিএসসি চেয়ারম্যান রথীন মজুমদার, ডিআই দেবব্রত পাল, সঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, সিআই দুর্গাপুর নর্থ সুধাংশু শেখর চক্রবর্তী, আর. পি. বিবেকানন্দ বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত শিক্ষক সুজন রায়, ভারপ্রাপ্ত শিক্ষক সুধাংশু রায় প্রমুখ। এঁদের সবাইকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গান পরিবেশন করেন সত্য বন্দ্যোপাধ্যায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

