দুর্গাপুরে ফের জনতার মাঝে রাজ্যপাল! ঘুরলেন বেনাচিতি বাজারে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: এর আগে একবার তিনি পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে এসে সিটি সেন্টারের ফল বিক্রেতাদের সঙ্গে মিশে গিয়েছিলেন। এবার তিনি গেলেন বেনাচিতি বাজারে। সবজি, মাছের দাম জানলেন। মাছ বিক্রেতা তাঁর গলায় পরিয়ে দিলেন রজনীগন্ধার মালা। সবজি কিনলেন। চায়ের দোকানে গিয়ে চা-ও খেলেন।
তিনি রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতিকে সংবর্ধনা জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন রাজ্যপাল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আকাশ পথে ঝাড়খন্ডে সমাবর্তন অনুষ্ঠানে রওনা দেন। আর রাজ্যপাল সড়কপথে এসে আচমকা পৌঁছে যান দুর্গাপুরের বেনাচিতির সবজি বাজারে। প্রথমে সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। ফলের বাজারে জেনে নেন ফলের দাম। তারপরে ঘোষ মার্কেটে ঢুকে পড়েন। ওই বাজারের এক মাছ ব্যবসায়ী পল্টু ধীবর রজনীগন্ধার মালা পরিয়ে দেন রাজ্যপালের গলায়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
রাজ্যপাল এদিন একের পর এক সবজি বিক্রেতা ও ক্রেতাদের সাথে কথা বলেন। তারপর চায়ের দোকানে চা পান করেন। টমেটো, বরবটি, আলু, পেঁয়াজ কেনেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন, “বাজারটি নিজের চোখে দেখতে এবং স্থানীয় মানুষের জীবনযাত্রা, ভাবনাচিন্তা ও অনুভূতি বুঝতে এসেছি। ছোট বিক্রেতাদের সমস্যার কথা সরাসরি তাঁদের সঙ্গে কথা বলে বুঝতে এসেছি।”
তিনি আরও জানান, এই ধরনের অভিজ্ঞতা থেকে তিনি এমন কিছু শিক্ষা লাভ করেন যা রাজভবনকে সাধারণ মানুষের কাছে আরও বেশি সহজ করে তুলবে এবং এটিকে ‘জন রাজভবনে’ পরিণত করবে। তিনি জানান, সরাসরি কথা বলার উপর তিনি জোর দেন কারণ এর মাধ্যমে পরিস্থিতির আসল চিত্র বোঝা যায়, যা সরকারি কর্মকর্তাদের দেওয়া প্রতিবেদনের চেয়ে অনেক বেশি নির্ভরযোগ্য। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

