দুর্গাপুরে গ্রাফাইট কারখানায় ৯ ঘন্টার টানটান উত্তেজনা, অবশেষে পুলিশের হস্তক্ষেপে মুক্ত ম্যানেজমেন্ট

দুর্গাপুরে গ্রাফাইট কারখানায় ৯ ঘন্টার টানটান উত্তেজনা, অবশেষে পুলিশের হস্তক্ষেপে মুক্ত ম্যানেজমেন্ট
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর শিল্পাঞ্চলে টালমাটাল তৃণমূল শ্রমিক সংগঠন

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সগড়ভাঙা শিল্পতালুকে গ্রাফাইট ইন্ডিয়া কারখানায় মঙ্গলবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত টানটান উত্তেজনা চলল প্রায় ন’ঘণ্টা ধরে ম্যানেজমেন্ট স্টাফদের কারখানার ভেতরে আটকে রেখে বিক্ষোভে সামিল হলেন সংস্থার স্থায়ী শ্রমিকদের একাংশ। অবশেষে রাতে বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স মোতায়েন করে স্টাফদের উদ্ধার করা হয়।

শ্রমিকরা অভিযোগ তোলেন, কারখানায় দিন দিন তাঁদের সুবিধা কমিয়ে দেওয়া হচ্ছে। অথচ, সদ্য গঠিত তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি কোর কমিটি শ্রমিকদের স্বার্থ রক্ষায় ব্যর্থ। বরং, ম্যানেজমেন্টের পক্ষ নিয়ে চলছে তারা। এই অভিযোগেই মঙ্গলবার দুপুর দুটো থেকে কারখানার গেট আটকে তুমুল বিক্ষোভ শুরু হয়। ফলে কাজ বন্ধ হয়ে যায়, ব্যাহত হয় উৎপাদনও।

রাত পৌনে ১১টা নাগাদ কোকওভেন থানা, অন্ডাল থানা ও বিধাননগর ফাঁড়ি থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়। কারখানার ভেতরে প্রবেশ করে পুলিশি পাহারায় বাইরে বের করে আনা হয় আটকে থাকা ম্যানেজমেন্ট স্টাফদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইএনটিটিইউসি সংগঠনের পুরোনো কমিটির সদস্যদের নিয়ে ১০ সদস্যের একটি টিম গঠন করে ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক হয়। শ্রমিকদের মেডিকেল বিলসহ একাধিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা হয়। ঠিক হয়েছে, শনিবার আবার বৈঠক হবে। সেই আশ্বাসেই আন্দোলন আপাতত স্থগিত করেন শ্রমিকরা।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

তবে পুরোনো আইএনটিটিইউসি সংগঠনের নেতা তপন দাস স্পষ্ট জানান, “কারখানায় অবিলম্বে শ্রমিক সংগঠনের সিলেকশন নয়, ইলেকশন চাই। শনিবারের বৈঠক ফলপ্রসূ না হলে ফের আন্দোলনে নামব।” অন্যদিকে, জেলা তৃণমূল নেতা স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে এই কোর কমিটি তৈরি হয়েছে। সমালোচনা করলেও সেটা মাথায় রাখতে হবে।” এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছে বিরোধী দল বিজেপি ও সিটু। কয়েকদিন আগে দুর্গাপুর ইস্পাত কারখানার (ডিএসপি) গেটের সামনে আইএনটিটিইউসি কোর কমিটির বিরুদ্ধে সরব হয়েছিলেন অস্থায়ী শ্রমিকরা। পর পর এমন ঘটনায় প্রশ্ন উঠছে, দুর্গাপুর শিল্পাঞ্চলে কি টালমাটাল হয়ে পড়ছে তৃণমূল শ্রমিক সংগঠনের ভিত? (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
দুর্গাপুরে গ্রাফাইট কারখানায় ৯ ঘন্টার টানটান উত্তেজনা, অবশেষে পুলিশের হস্তক্ষেপে মুক্ত ম্যানেজমেন্ট
News
দুর্গাপুরে গ্রাফাইট কারখানায় ৯ ঘন্টার টানটান উত্তেজনা, অবশেষে পুলিশের হস্তক্ষেপে মুক্ত ম্যানেজমেন্ট
:
প্রায় ন’ঘণ্টা ধরে ম্যানেজমেন্ট স্টাফদের কারখানার ভেতরে আটকে রেখে বিক্ষোভে সামিল হলেন সংস্থার স্থায়ী শ্রমিকদের একাংশ। অবশেষে রাতে বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স মোতায়েন করে স্টাফদের উদ্ধার করা হয়।
Published By
error: Content is protected !!