দুর্গাপুর: বুধবার অন্ডালের বনবহাল ফাঁড়ির অন্তর্গত পিওর জামবাদ ৬ নম্বর পিট এলাকার বাসিন্দা এক পৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম মেঘনাদ হরিজন। বয়স ৫৮ বছর। ইসিএলের কর্মী ছিলেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বুধবার ভোরে স্থানীয়রা দেহ দেখতে পেয়ে বনবহাল ফাঁড়িতে খবর দেন। মৃতের ছেলে ভীমসেন হরিজন জানান, ভোরে তাঁর মা তাঁকে ফোনে জানান তাঁর বাবা গতকাল কাজে যাওয়ার পর বাড়ি ফেরেননি। খোঁজখবর নিতে গিয়ে তিনি জানতে পারেন, বাবার মৃতদেহ উদ্ধার হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে ছুটে যান। এই মৃত্যুর পিছনে সঠিক কারণ তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন। তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।