Breaking News. খুনের দায়ে বুদবুদের কোটা থেকে বিহারের যুবককে গ্রেফতার করে নিয়ে গেল হরিয়ানা পুলিশ

দুর্গাপুর দর্পণ, বুদবুদ: হরিয়ানার এক যুবককে খুনের অভিযোগে হরিয়ানা পুলিশ পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার বুদবুদ থানার কোটা থেকে এক যুবককে গ্রেফতার করে নিয়ে গেল। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম ধর্মেন্দ্র কুমার শর্মা। তার বাড়ি বিহারের বুদ্ধামতালাও এলাকায়। খুনের পরে বাড়ি থেকে পালিয়ে এসে বুদবুদ থানার কোটা এলাকায় আত্মীয় বাড়িতে গা ঢাকা দিয়ে লুকিয়ে ছিল। রবিবার তাকে দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক ৪ দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন।
হরিয়ানা পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের গুরগাঁওয়ে প্রিয়া নামের যুবতীর সাথে কাজ করত হরিয়ানার নারান্দা থানা এলাকার যুবক প্রবীণ টন্ডন। প্রবীণের কাছে সাড়ে ৫লক্ষ টাকা ধার নিয়েছিল প্রিয়া। প্রিয়া সেই টাকা শোধ দেওয়ার নাম করে জানুয়ারির মাঝামাঝি প্রবীণকে বিহারের জামালপুরে ডেকেছিল। সেখানেই খুন হয় প্রবীণ। অভিযোগ, পিসির ছেলে সুমিত কুমার এবং বুদ্ধামতালাও এর ধর্মেন্দ্র কুমার শর্মার সাহায্যে প্রবীণকে খুন করে প্রিয়া।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
১৭ জানুয়ারি প্রবীণের বাবা নারন্দা থানায় ছেলেকে খুনের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। বিহার থেকে সুমিত কুমার গ্রেফতার করা হয়। তাকে জেরা করে ধর্মেন্দ্রের খোঁজ পায় পুলিশ। মোবাইল লোকেশন ট্র্যাক করে শনিবার রাতে বুদবুদের কোটা এলাকার আত্মীয় বাড়ি থেকে হরিয়ানা পুলিশ ধর্মেন্দ্রকে গ্রেফতার করে। তদন্তকারী অফিসার প্রদীপ কুমার বলেন, “জানুয়ারিতে এক যুবক খুনের অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে আগেই একজনকে গ্রেফতার করা হয়েছে। এখন আরও একজনকে গ্রেফতার করা হল। তাদের জেরা করে প্রিয়ার খোঁজে তল্লাশি চালানো হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।