ডিএসপির উচ্ছেদ নোটিশে হকার্সদের ক্ষোভ

ডিএসপির উচ্ছেদ নোটিশে হকার্সদের ক্ষোভ
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে ফের হকার্স ইস্যু ঘিরে উত্তেজনা। দুর্গাপুর ইস্পাত কারখানার (ডিএসপি) জমিতে নগর নিগমের হকার্স স্টল রয়েছে। সেই স্টলগুলির একটি অংশ থেকে হকার্সদের উচ্ছেদের নোটিশ জারি করেছে কারখানা কর্তৃপক্ষ। আর সেই সিদ্ধান্তকে ঘিরেই মঙ্গলবার দুপুরে ক্ষোভ প্রকাশ করলেন দুর্গাপুরের প্রান্তিকার হকার্সরা।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

হকার্সদের পাশে দাঁড়িয়েছেন দুর্গাপুর মহকুমা হকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও দুর্গাপুর নগর নিগমের বিদায়ী বরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার। তিনি জানান, হকার্স কর্নারে প্রায় ৪৪৫টি স্টল রয়েছে। কারখানার টাউনশিপ স্টোরে যাতায়াতের পথে সমস্যার কারণেই কিছু দোকানের বিরুদ্ধে উচ্ছেদ নোটিশ জারি করা হয়েছে। তবে, যাতে হকার্সদের জীবিকা বিপন্ন না হয় সেই আবেদন করা হয়েছে কারখানা কর্তৃপক্ষের কাছে। রমাপ্রসাদবাবুর কথায়, “আমরা চাই রাস্তা সম্প্রসারণের জন্য শুধু বাড়তি অংশ ভেঙে ফেলা হোক, কিন্তু পুরো দোকান না ভাঙা হয়। যাতে কোনও হকার্স ক্ষতির মুখে না পড়েন, সেই দিকেই আমাদের নজর।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
ডিএসপির উচ্ছেদ নোটিশে হকার্সদের ক্ষোভ
News
ডিএসপির উচ্ছেদ নোটিশে হকার্সদের ক্ষোভ
:
সেই স্টলগুলির একটি অংশ থেকে হকার্সদের উচ্ছেদের নোটিশ জারি করেছে কারখানা কর্তৃপক্ষ। আর সেই সিদ্ধান্তকে ঘিরেই মঙ্গলবার দুপুরে ক্ষোভ প্রকাশ করলেন দুর্গাপুরের প্রান্তিকার হকার্সরা।
Published By
error: Content is protected !!