শিশু সুরক্ষা সুনিশ্চিত করতে দুর্গাপুরে উচ্চ পর্যায়ের বৈঠকে হাইকোর্টের বিচারপতিরা

শিশু সুরক্ষা সুনিশ্চিত করতে দুর্গাপুরে উচ্চ পর্যায়ের বৈঠকে হাইকোর্টের বিচারপতিরা
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শনিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের মহকুমাশাসকের দফতরের কনফারেন্স রুমে কলকাতা হাইকোর্টের জাস্টিস জুভেনাইল কমিটির তত্বাবধানে এবং পশ্চিমবঙ্গ সরকারের নারী, শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের সহযোগিতায় ক্লাস্টার-৫ এর বৈঠকের আয়োজন করা হয়। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও হুগলি জেলা নিয়ে এই বৈঠক হয়। বৈঠক উপলক্ষে সকাল থেকেই মহকুমাশাসকের দফতরের নিরাপত্তা আঁটোসাটো করা হয়েছে।

প্রশাসনিক সূত্রে খবর, বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তথা জুভেনাইল জাস্টিস কমিটির চেয়ারপার্সন শম্পা সরকার, কমিটির সদস্য বিচারপতি অমৃতা সিনহা, কমিটির সদস্য বিচারপতি সুমিতা দাস দে। ছিলেন হাইকোর্টের জুভেনাইল জাস্টিস সেক্রেটারিয়েট এর সেক্রেটারি মৌ চট্টোপাধ্যায় এবং অ্যাডিশনাল সেক্রেটারি পায়েল বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, চার জেলার জেলা বিচারক, অতিরিক্ত জেলা বিচারক ও মহকুমা আদালতের বিচারকরাও বৈঠকে অংশ নেন। 

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

জানা গিয়েছে, শিশুদের ন্যায়বিচার, অধিকার সুরক্ষা এবং কল্যাণমূলক পদক্ষেপ যাতে সঠিক ভাবে কার্যকর করা যায়, সেজন্য মূলত এই বৈঠকের আয়োজন করা হয়। শিশুদের সুরক্ষা, পুনর্বাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনিক ও আইনি সংস্থাগুলির মধ্যে আরও কার্যকরী সমন্বয় আনা, জুভেনাইল জাস্টিস অ্যাক্ট কার্যকরভাবে প্রয়োগে আদালত ও প্রশাসনের মধ্যে সমন্বয় বৃদ্ধি করা, শিশুদের প্রতি অন্যায় বা অপরাধের ঘটনা এড়াতে আইনি দৃষ্টিকোণ ছাড়াও সমাজকল্যাণমূলক পরিকল্পনার উপর বিশেষ জোর দেওয়া, জেলার বিচারক ও প্রশাসনিক কর্তারা শিশু সুরক্ষা কমিটি এবং সংশ্লিষ্ট দফতরের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ কীভাবে নেবেন, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Highlight
শিশু সুরক্ষা সুনিশ্চিত করতে দুর্গাপুরে উচ্চ পর্যায়ের বৈঠকে হাইকোর্টের বিচারপতিরা
News
শিশু সুরক্ষা সুনিশ্চিত করতে দুর্গাপুরে উচ্চ পর্যায়ের বৈঠকে হাইকোর্টের বিচারপতিরা
:
পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও হুগলি জেলা নিয়ে এই বৈঠক হয়। বৈঠক উপলক্ষে সকাল থেকেই মহকুমাশাসকের দফতরের নিরাপত্তা আঁটোসাটো করা হয়েছে।
Published By
error: Content is protected !!