মোবাইলের টাওয়ার বসানো নিয়ে তুমুল গন্ডগোল দুর্গাপুরের কবিগুরু এলাকায়

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মোবাইলের টাওয়ার বসানো নিয়ে তুমুল গন্ডগোল পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কবিগুরু এলাকায়।স্থানীয়দের প্রতিবাদে বন্ধ হয়ে যায় টাওয়ার বসানোর কাজ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আবাসিক এলাকায় এমন টাওয়ার বসানো হলে স্বাস্থ্যের ঝুঁকি তৈরি হবে। শিশু থেকে শুরু করে বয়স্ক, বিপদে পড়বে সবাই। টাওয়ার থেকে নির্গত রেডিয়েশন শরীরের উপর দীর্ঘমেয়াদে ক্ষতিকর প্রভাব ফেলে।
এমন আশঙ্কা থেকেই সরব হয়েছেন এলাকাবাসী। স্থানীয়দের দাবি, জনবসতি সংলগ্ন নয়, কোনও খোলা ও নিরাপদ জায়গায় স্থানান্তর করা হোক টাওয়ার। তাঁদের দাবি, স্থানীয়দের সঙ্গে কোনওরকম আলোচনা বা সম্মতি ছাড়াই শুরু হয়েছে টাওয়ার বসানোর কাজ। তা কোনও ভাবেই মানা হবে না। বিক্ষোভের জেরে আপাতত বন্ধ রাখা হয়েছে টাওয়ার বসানোর কাজ।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
তবে এ নিয়ে এখনও পর্যন্ত ওই বেসরকারি টাওয়ার সংস্থার তরফে কোনও মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকার এক প্রবীণ নাগরিক বলেন, “আমরা উন্নয়নের বিরোধী নই। কিন্তু তার জন্য জীবনের ঝুঁকি নেওয়া কখনই উচিত নয়।” ডিএসপির জায়গায় টাওয়ার বসানোর জন্য ডিএসপি থেকে অনুমতি নিয়েছে কী না সংস্থাটি তা নিয়ে চর্চা শুরু হয়েছে। টাওয়ার অন্যত্র সরানো হবে, না সেখানেই হবে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
