দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৩ এপ্রিল ২০২৪: ইফতারের পরোটা খেয়ে অসুস্থ পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের শতাধিক বাসিন্দা। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শীতলপুর গ্রাম পঞ্চায়েতের কল্যাণচক গ্রামে রবিবার রাতে মুন্সিপল্লিতে ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে ফল, পরোটা সহ অন্যান্য খাবার পরিবেশন করা হয়। নন্দকুমারের স্থানীয় একটি দোকান থেকে পরোটা কিনে আনা হয়েছিল।
( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
সোমবার সকাল থেকে পেট ব্যথা, বমি, মাথার যন্ত্রনা শুরু হয় অনেকের। বুধবার সকাল পর্যন্ত একশো জনের বেশি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে। এর জেরে এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। অসুস্থদের দেখতে গিয়েছিলেন বিধায়ক সুকুমার দে, বিডিও দীনেশ দে প্রমুখ। এলাকায় একটি মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)