বেসরকারি সিমেন্ট কারখানার সামনে চলছে অনশন

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ডিএসপি স্লাগ ব্যাঙ্ক সংলগ্ন কাদারোড এলাকার বেসরকারি সিমেন্ট কারখানার দূষণ রোধ, ঠিকা শ্রমিকদের নায্য হারে মজুরি প্রদান, অবসরপ্রাপ্ত ও প্রাক্তন ঠিকা শ্রমিকদের প্রাপ্য গ্র্যাচুইটি সুদ সমেত প্রদান, স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগতদের নিয়োগ বন্ধ করা, ঠিকা শ্রমিকদের বছরে অন্তত ৩০ শতাংশ মজুরি বৃদ্ধি করা প্রভৃতি দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে ভূমি রক্ষা কমিটি (পশ্চিম বর্ধমান)।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
শুক্রবার থেকে কমিটির পক্ষ থেকে শুরু হয়েছে আমরণ অনশন। কমিটির তরফে ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় জানিয়েছেন, কারখানার দূষণের জেরে শ্বাসকষ্টজনিত নানা সমস্যায় ভুগছেন এলাকাবাসী। ঠিকা শ্রমিকেরা বঞ্চনার শিকার। তাঁদের উপযুক্ত সুরক্ষা দেওয়া হয় না। স্থানীয়রা কাজ পাচ্ছেন না। অবিলম্বে পরিস্থিতি বদলের দাবি জানিয়ে অনশন শুরু করেছেন। দীর্ঘদিন আন্দোলনের পরে ঠিকা শ্রমিকদের ৩৭ টাকা মজুরি বাড়ে। তাও সবাই পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

