দুর্গাপুর: সিটি সেন্টার জুড়ে বেআইনি পার্কিং এর রমরমা কারবার চলছে। প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে চলছে এই তোলাবাজি। কেউ দেখার নেই। প্রতিবাদ করলে দেওয়া হচ্ছে হুমকি। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ সাফ জানিয়ে দিয়েছে, এইসব পার্কিংয়ের মেয়াদ বহু আগেই শেষ হয়ে গিয়েছে। এইসব জায়গায় গাড়ি রাখলে কোন পার্কিং ফি দিতে হবে না। কিন্তু পার্কিং এর নামে তোলাবাজি চলছেই।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এডিডিএ-র চেয়ারম্যান কবি দত্ত জানান, পার্কিংয়ের লিজ শেষ হওয়ার পরে সেখানে ‘ফ্রি পার্কিং’ বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। তারপরেও কেউ পার্কিং ফি নিলে তা বেআইনি। পুলিশকে বিষয়টি আগেই জানানো হয়েছে। তার পরেও কার সাহসে বা প্রশ্রয়ে এমন বেআইনি কারবার চলছে জানা নেই। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।