দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৫ আগস্ট ২০২৩: মঙ্গলবার সারা দেশের সঙ্গে ৭৭ তম স্বাধীনতা দিবসে মাতল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের Dr. B C Roy Engineering College & Group of Institutions। ফ্যাকাল্টি, পড়ুয়া, কর্মী সবাই অনুষ্ঠানে যোগ দিয়ে স্বাধীনতা আন্দোলনের শহিদদের স্মরণ করেন।ফুলঝোড়ের Dr. B C Roy Engineering College (BCREC) ক্যাম্পাসে এনসিসি বাহিনী জাতীয় পতাকার উদ্দেশ্যে কুচকাওয়াজের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করে। BCREC এর অধ্যক্ষ ডঃ সঞ্জয় এস পাওয়ার এবং BCRAPC এর অধ্যক্ষ ডঃ রাজীব রায় যৌথভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বক্তব্য প্রদান করেন। বিধাননগরে ফার্মেসি (BCRCP) ও পলিটেকনিক কলেজের (BCRP) ক্যাম্পাসে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে পড়ুয়ারা। সেখানে BCRCP এর অধ্যক্ষ ডঃ সমীর কুমার সামন্ত এবং BCRP এর অধ্যক্ষ ডঃ চন্দন কুমার ঘোষ যৌথভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বক্তব্য প্রদান করেন।জেনারেল সেক্রেটারি তরুণ ভট্টাচার্য, ট্রেজারার জার্নেল সিং, ভাইস প্রেসিডেন্ট মিতা মিত্র, BCREC এর সহকারী অধ্যক্ষ ডঃ কেএম হোসেন, অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান ডঃ অলোক কাহালি, কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান অমিতাভ চক্রবর্তী উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এছাড়াও অধ্যাপক সন্দীপ মুখার্জি, অধ্যাপিকা সর্বজিৎ লাহিড়ি, অধ্যাপিকা ঋতুপর্ণা চাকি ঘোষের ভূমিকা অনস্বীকার্য। এস্টেট, মেনটেনেন্স এবং পাবলিক রিলেশনস বিভাগ অনুষ্ঠান সার্থক করতে উল্লেখযোগ্য ভূমিকা নেয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now