ব্যাঙ্কের ক্রোক করা সম্পত্তি ব্যাঙ্ক লোন নিয়ে কেনার সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্ক

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ঠিক মতো ইএমআই না দেওয়ায় সম্পত্তি ক্রোক করে নিয়েছে ব্যাঙ্ক। সেই সব সম্পত্তি ব্যাঙ্ক লোন নিয়ে কেনার সুযোগ করে দিচ্ছে রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান ব্যাঙ্ক। রবিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সিটি সেন্টারের বেসরকারি হোটেলে ইন্ডিয়ান ব্যাঙ্ক সম্পত্তি মেলার আয়োজন করে। উদ্বোধন করেন ব্যাঙ্কের জোনাল হেড অনির্বাণ দত্ত, ডেপুটি জোনাল হেড নীলেশ কুমার, দুর্গাপুরের এজিএম তন্ময় দে সরকার।
তাঁরা জানান, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, চার জেলার ৪২ টি সম্পত্তি লোন নিয়ে শোধ না করায় ব্যাঙ্ক দখল করে নেয়। সেই সব সম্পত্তিগুলি এদিন মেলায় তুলে ধরা হয়। এই সম্পত্তিগুলি এই মেলা থেকেও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। এই সব সম্পত্তি কেনার জন্য ব্যাঙ্ক লোনেরও ব্যবস্থা করা দেওয়া হবে বলে জানিয়েছেন তাঁরা।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
জানা গিয়েছে, কোনও গ্রাহক লোনের প্রথম কিস্তি পরিশোধ না করলে ব্যাঙ্ক তেমন গুরুত্ব দেয় না। ব্যাঙ্ক মনে করে যে, কোনও কারণে একটি কিস্তি দিতে দেরি হচ্ছে। কিন্তু যখন গ্রাহক পর পর দু’টি কিস্তি দিতে ব্যর্থ হন, তখন ব্যাঙ্ক প্রথমে একটি নোটিস পাঠায়। এর পরেও যদি গ্রাহক তৃতীয় কিস্তি দিতে ব্যর্থ হন, তখন ব্যাঙ্ক আবার ঋণ পরিশোধের জন্য আইনি নোটিস পাঠায়। একই ভাবে তৃতীয় কিস্তি না দিলে, আইনি নোটিস দেওয়ার পরেও ঋণ পরিশোধ না হলে ব্যাঙ্ক গ্রাহককে ডিফল্টার ঘোষণা করে। এরপর ব্যাঙ্ক সেই সম্পত্তি বিক্রি করে ঋণ পুনরুদ্ধার করতে পারে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

