ইস্পাতমন্ত্রীর কাছে এএসপি, ডিএসপির সংযুক্তিকরণের দাবি স্ট্যান্ডিং কমিটির

ইস্পাতমন্ত্রীর কাছে এএসপি, ডিএসপির সংযুক্তিকরণের দাবি স্ট্যান্ডিং কমিটির
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: লাগাতার শ্রমিক আন্দোলনের জেরে কেন্দ্রীয় সরকার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্টের বিলগ্নিকরণের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে। তবে, শ্রমিক সংগঠনগুলির একাংশের মতে, রুগ্ন অ্যালয় স্টিল প্ল্যান্টকে ঘুরিয়ে দাঁড় করাতে না পারলে কারখানার ভবিষ্যৎ অন্ধকার। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সম্প্রসারণের জন্য কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রক অর্থ বরাদ্দ করেছে। কিন্তু অ্যালয় স্টিল প্ল্যান্ট নিয়ে কেন্দ্র সরকার কোনও উচ্চবাচ্য করছে না।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

এই পরিস্থিতিতে অ্যালয় স্টিল প্ল্যান্টকে বাঁচাতে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সঙ্গে সংযুক্তিকরণের প্রস্তাব দিয়েছে সংসদের শিল্প ও বাণিজ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটি। কমিটির চেয়ারপার্সেন দোলা সেন রবিবার দুর্গাপুরে বলেন, “অ্যালয় স্টিল প্ল্যান্টকে বাঁচাতে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সঙ্গে সংযুক্তিকরণের প্রস্তাব দেওয়া হয়েছে। তা বাস্তবায়িত হলে একদিকে অ্যালয় স্টিল প্ল্যান্টের রুগ্নতা ঘুচবে। অন্যদিকে, অ্যালয় স্টিল প্ল্যান্টের বিপুল পরিমাণ অব্যবহৃত জমি কাজে লাগাতে পারবে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

ইস্পাতমন্ত্রীর কাছে এএসপি, ডিএসপির সংযুক্তিকরণের দাবি স্ট্যান্ডিং কমিটির
ইস্পাতমন্ত্রীর কাছে এএসপি, ডিএসপির সংযুক্তিকরণের দাবি স্ট্যান্ডিং কমিটির
এই পরিস্থিতিতে অ্যালয় স্টিল প্ল্যান্টকে বাঁচাতে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সঙ্গে সংযুক্তিকরণের প্রস্তাব দিয়েছে সংসদের শিল্প ও বাণিজ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারপার্সেন দোলা সেন।
Published By
error: Content is protected !!