টোটোর বিরুদ্ধে অভিনব আন্দোলন, বিধান নগরে ফ্রি অটো পরিষেবা

টোটোর বিরুদ্ধে অভিনব আন্দোলন, বিধান নগরে ফ্রি অটো পরিষেবা
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: টোটোর অনিয়ন্ত্রিত চলাচলের বিরুদ্ধে অভিনব পথে প্রতিবাদে নামলেন অটো চালকরা। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও রোজগারের সংকটে পড়েছেন বলে অভিযোগ তুলে সোমবার থেকে দুর্গাপুরে শুরু হয়েছে অটো ও মিনিবাস ধর্মঘট। যার প্রভাব পড়েছে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর শহর জুড়ে। ধর্মঘটের জেরে দুর্গাপুরে বন্ধ রয়েছে ২০০০-রও বেশি অটো ও প্রায় ২৫০টি মিনিবাস। যার ফলে নিত্যযাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

Rakhi Combo Package: 1 Fridge Magnet, 2 Premium Rakhis, 1 Best Wishes Greeting Card. You can Buy here: https://amzn.to/3Uenhjh

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

তবে এই অবস্থায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রি পরিষেবা চালু করেছেন একাংশ অটোচালক। বিধান নগরেও দেখা গেল সেই মানবিক চিত্র। পরিস্থিতির চাপে বেশি ভাড়া দিয়ে টোটোতে করে কেউ যাতায়াত করতে গেলে, মাঝপথে যাত্রীদের নামিয়ে তাঁদের অটোতে তুলে গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে বিনা ভাড়ায়। অটো চালক রিন্টু বিশ্বাস বলেন, “আমরা পারমিট, ইনসিওরেন্স, ট্যাক্স দিয়ে বৈধভাবে অটো চালাচ্ছি। অথচ টোটোর কোনও কাগজপত্র না থাকলেও রাস্তায় তাদের দৌরাত্ম্য বাড়ছে। আমরা প্রশাসনকে বারবার জানিয়েও কোনও ব্যবস্থা হয়নি। তাই বাধ্য হয়ে ধর্মঘটে নেমেছি। তবে সাধারণ মানুষ যাতে সমস্যায় না পড়েন, সেই কারণে বিনামূল্যে পরিষেবা দিচ্ছি।” অটো-মিনিবাস সংগঠনের অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয়তায় তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই প্রতিবাদ অবৈধ টোটোর দৌরাত্ম্যের বিরুদ্ধে বলে জানাচ্ছেন আন্দোলনকারীরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
টোটোর বিরুদ্ধে অভিনব আন্দোলন, বিধান নগরে ফ্রি অটো পরিষেবা
News
টোটোর বিরুদ্ধে অভিনব আন্দোলন, বিধান নগরে ফ্রি অটো পরিষেবা
:
বেশি ভাড়া দিয়ে টোটোতে করে কেউ যাতায়াত করতে গেলে, মাঝপথে যাত্রীদের নামিয়ে তাঁদের অটোতে তুলে গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে বিনা ভাড়ায়। 
Published By
error: Content is protected !!