দুর্ঘটনায় মৃত শিক্ষিকার পরিবারকে ৩০ লক্ষ টাকার বীমা সহায়তা

দুর্ঘটনায় মৃত শিক্ষিকার পরিবারকে ৩০ লক্ষ টাকার বীমা সহায়তা
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

হল বীমা সচেতনতা শিবিরও

দুর্গাপুর দর্পণ, বাঁকুড়া: বাঁকুড়ার জেলার (Bankura) গঙ্গাজলঘাটি ব্লকের দুর্লভপুরে প্রয়াত প্রাথমিক শিক্ষিকা বন্দনা কুন্ডুর পরিবারের হাতে দুর্ঘটনা বীমার ৩০ লক্ষ টাকার চেক তুলে দিল উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (UUPTWA)। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের চালু করা ‘AVAY’ গ্রুপ মেডিকেল ও পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি থেকে এই আর্থিক সহায়তা এসেছে।

গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের সহ-শিক্ষিকা ছিলেন বন্দনা কুন্ডু। গত এপ্রিলে দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। বুধবার তাঁর স্মরণে একটি সভার আয়োজন করা হয়। একই সঙ্গে ‘AVAY সচেতনতা শিবিরে’রও আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সম্পাদক নির্ঝর কুণ্ডু, রাজ্য গভর্নিং বডির সদস্যা সবিতা কুন্ডু, রাজীব দত্ত, ভবেশ রায়, এবং রাজ্য কমিটির সদস্য বিশ্বজিৎ ধারা, অরিন্দম মন্ডল, নারায়ন প্রামানিক।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্ডিয়া ইন্সিওরেন্স কোম্পানির পক্ষ থেকে ডিভিশনাল ম্যানেজার প্রীতম বাগ ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সন্দীপন মজুমদার। উপস্থিত শিক্ষকেরা জানান, দুঃসময়ে প্রয়াত শিক্ষিকার পরিবারের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ অন্য শিক্ষকদের মধ্যেও আস্থা ও সুরক্ষার পরিবেশ তৈরি করবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
প্রয়াত শিক্ষিকার পরিবারকে ৩০ লক্ষ টাকার বীমা সহায়তা
News
প্রয়াত শিক্ষিকার পরিবারকে ৩০ লক্ষ টাকার বীমা সহায়তা
:
গঙ্গাজলঘাটি ব্লকের দুর্লভপুরে প্রয়াত প্রাথমিক শিক্ষিকা বন্দনা কুন্ডুর পরিবারের হাতে দুর্ঘটনা বীমার ৩০ লক্ষ টাকার চেক তুলে দিল উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (UUPTWA)।
Published By
error: Content is protected !!