দুর্গাপুরের স্কুল, কলেজে ভাষা শহীদদের স্মরণ

দুর্গাপুর: রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা ১৯৯৯-তে একুশে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছিল। এ বার তার ২৫ বছর। শুক্রবার সকালে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুর্গাপুরে সরকারি কলেজে শোভাযাত্রা বের হয়। কলেজ থেকে শুরু হয়ে বি ওয়ান মোড় প্রদক্ষিণ করে আবার সরকারি মহাবিদ্যালয় শেষ হয়। অংশগ্রহণ করেন কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকারা। অধ্যক্ষ দেবনাথ পালিত বলেন, মাতৃভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাঁদেরকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি এই দিনে। ছাত্র-ছাত্রীদের ভাষা সম্পর্কে সচেতন করে তোলা হয়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
দুর্গাপুরের ডিএসপি টাউনশিপে একটি বেসরকারি বাংলা মাধ্যম স্কুলে ঢাকার ভাষা শহীদ মিনারের অনুকরণে শহীদ মিনার গড়ে তোলা হয়েছে। প্রতিবছর আন্তর্জাতিক ভাষা দিবসে সেই শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়। চলে নানা অনুষ্ঠান। বাংলাদেশের সাহিত্যিক, শিল্পীরা আসেন। এবার সেখানকার অস্থির পরিস্থিতির জন্য কেউ আসতে পারেননি বলে জানান স্কুলের সম্পাদক সুশান্ত পোদ্দার। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
