আদিবাসী গবেষণা সম্পর্কিত চর্চার উপর আন্তর্জাতিক সেমিনার হল দুর্গাপুর মহিলা কলেজে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সম্প্রতি পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুর মহিলা কলেজে আদিবাসী গবেষণা সম্পর্কিত চর্চার উপর আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনার স্পনসর করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীন ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ (আইসিএসএসআর)। দেশ ও বিদেশের মোট ৪০ জন এই সেমিনারে যোগ দেন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
কলেজ সূত্রে জানা গিয়েছে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ড. ইন্দ্রনীল আচার্য, ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়ের ড. ড্যানিয়েল রয়ক্রাফট, রোমের স্যাপিয়েঞ্জা বিশ্ববিদ্যালয়ের (Sapienza University) ড. সংযুক্তা দাসগুপ্ত, ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়াসেয়াসিন ড. খ্রিস্টিন সি, সাসেক্স বিশ্ববিদ্যালয়ের ড. ফেলিক্স প্যাডেল প্রমুখ বক্তব্য রাখেন। ছাত্র ছাত্রীদের সঙ্গে বক্তাদের প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়েছিল। অংশ নেন শিব নদর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিহির সাহা। প্যানেল ডিসকাশনে অংশ নেন ড. শ্রী কৃষ্ণ রাই, সৌমিত্র রায় এবং ড. তিস্তা দাস। কলেজের অধ্যক্ষ মহানন্দা কাঞ্জিলাল সেমিনার পরিচালনা করেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
