আন্তর্জাতিক নারী দিবসে মেয়েদের সঙ্গে সব ধরণের বৈষম্য দূর করার ডাক দিল ডাঃ বি. সি. রায় সোসাইটি

দুর্গাপুর: আন্তর্জাতিক নারী দিবসে মেয়েদের সঙ্গে সব ধরণের বৈষম্য দূর করার ডাক দিল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ডাঃ বি. সি. রায় সোসাইটি। ডাঃ বি.সি. রায় কলেজ অফ ফার্মেসি অ্যান্ড এএইচএস (বিসিআরসিপি) দুর্গাপুরের মিশন হাসপাতাল এবং ডাঃ বি.সি. রায় একাডেমি অফ প্রফেশনাল কোর্সেস (বিসিআরপিসি) এর সহযোগিতায় দিনটি উদযাপন করে। বিধাননগর এবং ফুলঝোড়ের দুটি ক্যাম্পাসে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের থিম ছিল ‘সকল নারীর জন্য অধিকার, সমতা, ক্ষমতায়ন’। শুক্রবার ৭ মার্চ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক ড. শুভব্রত রায়, পিআইসি, পিজি স্টাডিজ অ্যান্ড রিসার্চ, বিসিআরসিপি, সোসাইটির সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য এবং দুর্গাপুরের মিশন হাসপাতাল ও নিউ টাউনশিপ থানার প্রতিনিধিরা।
সবুজ পৃথিবীর প্রতীক হিসাবে একটি গাছে জল দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন তরুণ ভট্টাচার্য, ডাঃ শুভব্রত রায়, মিশন হাসপাতালের জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন ডাঃ জেসিন্থা ক্রিশ্চিয়ানা, মিশন হাসপাতালের কনসালট্যান্ট গাইনোকোলজিস্ট ডাঃ নম্রতা পারিদা, স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ডাঃ স্বর্ণালি কুণ্ডু, মিশন হাসপাতালের জেনারেল মেডিসিন ডাঃ তারকনাথ তরফদার প্রমুখ। ড. শুভব্রত রায় তাঁর বক্তব্যে জানান, ভারতে ফার্মেসি সেক্টরে মহিলা কর্মীর সংখ্যা মাত্র ১৫ শতাংশ, যেখানে পশ্চিমের দেশগুলিতে এই হার প্রায় ৬০ শতাংশ। তিনি বলেন, “নারীদের জন্য গবেষণা ও উদ্ভাবনের উপযুক্ত পরিবেশ তৈরি করা উচিত।”
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
ডাঃ বি. সি. রায় সোসাইটির সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য বলেন, “পুরুষ ও নারীর যোগ্যতার মধ্যে কোনও পার্থক্য নেই।” মহাকাশচারী সুনীতা উইলিয়ামসের কথা উল্লেখ করে তিনি বলেন, “মানব সভ্যতায় নারীদের বহু আবিষ্কার এবং মহান কাজ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।” নারীর প্রতি যে কোনও ধরণের বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান জানান। দুর্গাপুরের মিশন হাসপাতালের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সপ্তিক পোদ্দারও বক্তব্য রাখেন। সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি এনটিপিএস থানার ওসি নাসরিন সুলতানা। সাইবার অপরাধের প্রকৃতি এবং প্রতিরোধের উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তিনি। বেশ কয়েকটি ঘটনার উল্লেখ করে তিনি যে কোনও ভুক্তভোগীর জন্য আইনি ও সামাজিক বিধান ব্যাখ্যা করেন।
ছাত্র-ছাত্রীদের সঙ্গে ইন্টারেক্টিভ অধিবেশনে যোগ দেন ওসি নাসরিন সুলতানা ও ডাঃ নম্রতা পারিদা। নাসরিন সুলতানা তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলী বিকাশে উৎসাহিত করেন এবং নারীদের আত্মবিশ্বাস এবং মর্যাদার গুরুত্বের উপর জোর দেন। তিনি বাস্তব জীবনের অভিজ্ঞতা দিয়ে ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করেন। চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাস ও দৃঢ়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন। ডঃ নম্রতা পারিদা কীভাবে শিক্ষার্থীরা, বিশেষ করে তরুণীরা ব্যক্তিগত সুস্থতার সাথে একাডেমিক দায়িত্বের মধ্যে কার্যকর ভারসাম্য বজায় রাখতে পারে সে সম্পর্কে মূল্যবান পরামর্শ দেন। এছাড়া দিনটি উপলক্ষে বিধাননগর ক্যাম্পাস সংলগ্ন আম্মা কলোনির দুঃস্থ মহিলাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ‘BCRCP সঞ্জীবনী’ ২০২৫এর আয়োজন করা হয়। মিশন হাসপাতালের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা করেন। রোগীদের বিনামূল্যে ওষুধ ও স্যানিটারি ন্যাপকিন প্রদান করা হয়। শিবিরে প্রায় ১২৩ জন স্বাস্থ্য পরীক্ষা করান। সমগ্র কর্মসূচী পরিচালনা করে অভ্যন্তরীণ অভিযোগ কমিটি (ICC), বিসিআরসিপি-এর NSS উইং এবং ড. বি.সি. রায় একাডেমি অফ প্রফেশনাল কোর্সেস এর হসপিটাল ম্যানেজমেন্ট বিভাগ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
