৯ জুলাই সাধারণ ধর্মঘটের বিরোধিতায় পথে নামলো আইএনটিটিইউসি

৯ জুলাই সাধারণ ধর্মঘটের বিরোধিতায় পথে নামলো আইএনটিটিইউসি
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: কেন্দ্রের শ্রম কোড বাতিলের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে দশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এবং শিল্প ফেডারেশন। সোমবার ধর্মঘটের সমর্থনে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman)  জেলার দুর্গাপুরের সিটুর কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে আইএনটিইউসি সভাপতি কামরুজ্জামান কামার বলেন, “ধর্মঘট হবেই, বাধা দিতে গেলে প্রতিরোধ হবে।” সেদিনই ধর্মঘটের বিরোধিতায় দুর্গাপুর ইস্পাত কারখানার বাইরে বিক্ষোভে নামতে দেখা গেল রাজ্যে শাসকদলের শ্রমিক সংগঠন আইনটিটিইউসিকে।

আইএনটিউসি সভাপতি কামরুজ্জামান কামার বলেন, “শ্রমিকরা ন্যায্য অধিকার পাচ্ছে না। কৃষকরা ফসলের দাম পাচ্ছে না। শ্রমিকদের অতিরিক্ত কাজ করানো হচ্ছে। শ্রমিকদের শোষণ করতে শ্রম কোড লাগু হচ্ছে। তার প্রতিবাদে আমাদের লাগাতার আন্দোলন চলছে। এগুলি বন্ধের দাবিতে আমরা ধর্মঘটের ডাক দিয়েছি। ধর্মঘটের বিরোধিতা করছে কেন্দ্রের ফ্যাসিবাদী সরকার আর এই রাজ্যের তৃণমূল সরকার। কিন্তু ৯ জুলাই বোঝা যাবে। ওদের কত লোক আছে আর আমাদের কত লোক আছে। ধর্মঘট হবেই। বাধা দিতে এলে প্রতিরোধ হবে।”

সিটু নেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, “গণতান্ত্রিক দেশে আইএনটিটিইউসি বিরোধী ভূমিকা গ্রহণ করতে পারে। কিন্তু আমাদের যে দাবি দাওয়া নিয়ে ধর্মঘট হবে সেই ধর্মঘটে সমস্ত শ্রমিক শ্রেণী সমর্থন করবে। ৯ জুলাই আমরা রাস্তায় নামব। বিরোধিতায় যদি কেউ নামে তাহলে মানুষ বিচার করবে।”

রাজনৈতিক চক্রান্ত করে ধর্মঘট ডাকা হচ্ছে বলে কটাক্ষ করে তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য মানস অধিকারী বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শ্রম কোডের বিরোধিতা করেছেন। উনি আগেই বলেছেন এই শ্রম কোড এ রাজ্যের লাগু করতে দেওয়া যাবে না। তারপরেও কিছু রাজনৈতিক দল উদ্দেশ্য প্রণোদিতভাবে এই বনধ ডেকেছে। আমরা তীব্র বিরোধিতা করছি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

error: Content is protected !!