আইএনটিটিইউসির গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল ডিএসপি টাউনশিপ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শুক্রবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে আইএনটিটিইউসির বৈঠকে দুই গোষ্ঠীর মধ্যে ধুন্ধুমার শুরু হয়ে যায়। ডিএসপি টাউনশিপের বি-জোনের দেশবন্ধু ভবনে বৈঠকের আয়োজন করা হয়। অভিযোগ, আইএনটিটিইউসি কোর কমিটির সদস্য মানস অধিকারী এবং আইএনটিটিইউসি নেতা অমর শংকর দাসের নেতৃত্বে দুর্গাপুর ইস্পাত কারখানা মজদুর ইউনিয়নের নামে বোনাস সংক্রান্ত বিষয় নিয়ে সভা ডাকা হয়। অশান্তির আশঙ্কায় বাউন্সার রাখা হয়। সেই সভায় দুর্গাপুর ইস্পাত কারখানা মজদুর ইউনিয়নের স্থায়ী শ্রমিকদের না ডেকে বহিরাগতদের নিয়ে সভা করা হচ্ছিল বলে অভিযোগ।
সহকারী সাধারণ সম্পাদক স্নেহাশিস ঘোষের অভিযোগ, “আইএনটিটিইউসি পরিচালিত দুর্গাপুর ইস্পাত কারখানা মজদুর ইউনিয়নের ব্যানারে বৈঠক হচ্ছে দেশবন্ধু ভবনে। সেখানে বাইরের কিছু লোককে নিয়ে এবং কিছু বাউন্সারকে নিয়ে এই বৈঠক হচ্ছে। নিজস্ব ভবন থাকা সত্ত্বেও এই ভবনে কেন ইস্পাত কারখানা মজদুর ইউনিয়নের নাম ভাঙিয়ে এই বৈঠক করা হচ্ছিল? আমরা এই প্রশ্ন করেছি। আমাদের কর্মীরা তার প্রতিবাদ করেছে। আমরা হল থেকে বেরিয়ে যেতে বলেছি। আইএনটিটিইউসির নাম করে যারা সংগঠনকে কালিমালিপ্ত করতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ হয়েছে।”
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
পাল্টা মানস অধিকারী বলেন, “আমি এই বৈঠকে ছিলাম না। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। বোনাস সংক্রান্ত এবং পেনশন সংক্রান্ত বিষয় নিয়ে স্থায়ী শ্রমিকরা বৈঠক করেছে। অন্যদিকে অস্থায়ী শ্রমিকরাও বৈঠক করেছে তারপর। দীর্ঘদিন ধরে দুর্গাপুর ইস্পাত কারখানা মজদুর ইউনিয়ন কোন সাধারণ সভা করেনি। সেই জন্যই আজকের এই সভা।” বিজেপি নেতৃত্বের কটাক্ষ, “নিজেদের মধ্যে ওদের ভাগ বাঁটোয়ারা নিয়ে মাঝেমধ্যেই ঝামেলা হয়ে থাকে। আজও সেটাই হয়েছে।” যদিও মানসের দাবি, তৃণমূলে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
